ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মহারাষ্ট্রে ভূমিধসে ১৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:১২ পিএম, ২০ জুলাই ২০২৩

ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ ভূমিধসের ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৩ জন। পাথরের স্তূপের নিচে বহু চাপা পড়ে রয়েছেন বলেই অনুমান উদ্ধারকারীদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণাও করেছে মহারাষ্ট্র সরকার।

ধসের খবর পেয়েই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। জানা গেছে, উদ্ধারকাজ চালাতে গিয়ে মৃত্যু হয়েছে এক উদ্ধারকারীরও।

আরও পড়ুন>সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ইরাক

বুধবার গভীর রাতে হঠাৎ ধস নামে রায়গড় জেলার খালাপুরে। ঘুমন্ত অবস্থায় পাথরের তলায় চাপা পড়ে যায় অন্তত ১৭টি বাড়ি। পরে সংখ্যাটা আরও বেড়েছে বলেই খবর। ঘটনার পরে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। পরে সেখানে যোগ দেয় প্রশাসন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। কন্ট্রোল রুম খোলে রায়গাড পুলিশ। খবর পেয়েই বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।

উদ্ধারকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরও শতাধিক পাথরের স্তূপে আটকে রয়েছেন বলে অনুমান। উদ্ধারকাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন এক দমকলকর্মী। সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। সব মিলিয়ে এই ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে দাঁড়িয়েই মৃতদের পরিবারের জন্য ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন>অ্যামাজনে ল্যাপটপ অর্ডার করে পেলেন বিস্কুটের প্যাকেট

রায়গড় পুলিশ জানিয়েছে প্রায় ১০০ জন উদ্ধারকারী জোরকদমে কাজ চালাচ্ছেন। এখনও বহু মানুষ পাথরের স্তূপের মধ্যে আটকে রয়েছেন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অনেককে। এরই মধ্যে শিণ্ডের সঙ্গে ফোনে এই ঘটনা নিয়ে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার নির্দেশেই ঘটনাস্থলে পৌঁছেছে ৪টি এনডিআরএফ বাহিনী।

এমএসএম