ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চীনে তরুণদের চাকরি ছাড়ার হিড়িক, নেপথ্যে কী?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:১৬ পিএম, ১৮ জুলাই ২০২৩

চীনে তরুণদের মধ্যে চাকরি ছাড়ার হিড়িক পড়ে গেছে। অনেক তরুণ-তরুণী চাকরি ছেড়ে বাড়িতেই স্থায়ী হয়ে পড়ছেন। অনেকেই অতিরিক্ত খাটুনি বা কাজের চাপ আর নিতে পারছেন না। চাকরিতে টানা খাটুনি করে নাজেহাল হয়ে গত এপ্রিলে চাকরি ছেড়ে বাড়ি ফিরে যান জুলি নামের এক তরুণী। তিনি এখন বাবা-মায়ের কাছে ‘পূর্ণকালীন সন্তান’ হিসেবে বাড়িতেই থাকছেন। রাজধানী বেইজিংয়ে কম্পিউটার গেম তৈরির কাজ করতেন তিনি।

এখন ২৯ বছর বয়সী জুলির সারাদিন কাটে বাসন ধুয়ে, বাবা-মায়ের জন্য রান্না এবং সংসারের অন্যান্য কাজ করে। জুলির বাবা-মা তাকে প্রতিদিনের হাতখরচ দিচ্ছেন। তারা জুলিকে মাসে দুই হাজার ইউয়ান (২৮০ ডলার) বেতন দিতে চেয়েছিলেন। কিন্তু জুলি সেটা নেননি।

আরও পড়ুন: ৩০ বছর বয়সে ১২ বিয়ে, মাস পেরোতেই টাকা-গয়না নিয়ে গায়েব

জুলি এই মুহূর্তে চাইছেন প্রতিদিন ১৬ ঘণ্টা অমানুষিক পরিশ্রমের হাত থেকে মুক্তি। তিনি বলেন, আমি ছিলাম আদতে একটা লাশ, যেটা শুধু হেঁটেচলে বেড়াত। চীনে একদিকে কর্মস্থলে অমানুষিক শ্রম, অন্যদিকে চাকরির বাজারের নিদারুণ হাল- এই দুই কারণে দেশটির তরুণ সমাজ অভিনব জীবন বেছে নিচ্ছেন।

জুলির মতো তরুণ-তরুণীর সংখ্যা চীনে ক্রমশ বাড়ছে যারা নিজেদের নাম দিয়েছেন ‘পূর্ণকালীন সন্তান’। এরা বাবা-মায়ের আরামের সংসারে ফিরে যেতে চাইছে। অমানুষিক পরিশ্রমের পর কিছুদিন আরাম-আয়েস করে দিন কাটাতে নয়ত বাজারে চাকরি খুঁজে হন্যে হয়ে কিছুই না জোটাতে পেরেই তারা এমন সিদ্ধান্ত নিচ্ছেন।

চীনে তরুণ প্রজন্মকে সবসময় বলা হয় যে, সাফল্য পেতে হলে, জীবনে জিততে হলে লেখাপড়ার জন্য অনেক খাটতে হবে, কঠিন পরিশ্রম করে ভালো ডিগ্রি পেতে হবে। এখন সেই প্রজন্ম মনে করছে, জীবনযুদ্ধে তারা পরাজিত। তারা একটা যাঁতাকলে আটকা পড়েছেন।

গত মে মাসে প্রকাশিত সরকারি এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে ১৬ থেকে ২৪ বছর বয়সী প্রতি পাঁচজনের মধ্যে একজনের বেশি কর্মহীন। ২০১৮ সালে কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ শুরু করার পর থেকে তরুণ প্রজন্মের মধ্যে বেকারত্বের হার বর্তমানে সবচেয়ে বেশি। তবে গ্রামীণ এলাকায় চাকরির বাজারের চিত্র এই পরিসংখ্যানের অন্তর্ভুক্ত নয়।

jagonews24.com

তথাকথিত এই ‘পূর্ণকালীন সন্তানদের’ অনেকেই বলছেন, তারা দীর্ঘমেয়াদে ঘরে বসে থাকতে চান না। এটা নিতান্তই সাময়িক। তাদের জন্য এটা শুধুই আরাম করার জন্য কিছুটা সময় বেছে নেওয়া। এই সময়ে তারা সামনের কর্ম পরিকল্পনা নিয়ে ভাবতে চান এবং ভালো চাকরি খুঁজতে চান। কিন্তু এটা বলা যত সহজ, কাজটা ততটা সহজ নয়।

জুলি গত দুসপ্তাহে এপর্যন্ত চাকরির সন্ধানে ৪০টির বেশি আবেদনপত্র পাঠিয়েছেন। কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন মাত্র দু’জায়গা থেকে। চাকরি ছাড়ার আগে কাজ পাওয়া ছিল কঠিন। এখন চাকরি ছাড়ার পর তা আরও কঠিন হয়ে উঠেছে বলে জানান তিনি।

চীনে কর্মজীবন ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য রাখার ব্যাপারটা এতটাই কঠিন যে অতিরিক্ত কর্মঘণ্টা শ্রম দিয়ে দম ফুরিয়ে যাওয়া প্রাপ্তবয়স্করাই যে দেশটির ‘পূর্ণকালীন সন্তান’ হয়ে উঠছেন, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই।

চীনে কর্মসংস্কৃতিকে প্রায়ই ব্যাখ্যা করা হয় প্রচলিত ‘৯৯৬’ নামে অর্থাৎ সেখানে সপ্তাহে ৬ দিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয়।

আরও পড়ুন: ইরানে ৬৬ ডিগ্রিরও বেশি তাপমাত্রা রেকর্ড

চেন ডুডু-ও একজন ‘পূর্ণকালীন কন্যাসন্তান’ হয়েছেন। চলতি বছরের গোড়ার দিকে আবাসন শিল্প খাতে চাকরি থেকে ইস্তফা দেন তিনি। খাটতে খাটতে ক্রমশ তার দম ফুরিয়ে আসছিল এবং কাজে তার যথেষ্ট মূল্যায়ণও করা হচ্ছিল না। ২৭ বছর বয়সী চেন ডুডু বলেন, বাসভাড়া দেওয়ার পর তার হাতে খরচের অর্থ আর প্রায় কিছুই থাকত না।

যখন তিনি দক্ষিণ চীনে তার বাবা-মায়ের বাড়িতে ফিরে যান তিনি একজন অবসরপ্রাপ্তের মতো জীবন কাটাচ্ছিলেন। কিন্তু ধীরে ধীরে উদ্বেগ তাকে গ্রাস করতে শুরু করে। তিনি বলেন, মাথার ভেতর তিনি স্পষ্ট দুটো কণ্ঠ শুনতে পাচ্ছিলেন। একটা কণ্ঠ বলছিল এধরনের বিশ্রাম একটা বিরল বিলাসিতা, কাজেই এটা উপভোগ করে নাও। অন্য কণ্ঠটা বলছিল, এরপর কী করবে সেটা ভাবতে শুরু করো।

চেন এরপর তার নিজের ব্যবসা শুরু করেন। তিনি বলেন, আমার ওই বিশ্রামের দিনগুলো যদি আরও লম্বা হতো আমি কিন্তু সত্যিই পরজীবী হয়ে যেতাম।

জ্যাক ঝেং সম্প্রতি চীনের বিশাল প্রযুক্তি কোম্পানি টেনসেন্ট থেকে ইস্তফা দিয়েছেন। তিনি বলেন, তাকে প্রতিদিন কাজের সময়ের বাইরে কাজ সংক্রান্ত প্রায় ৭ হাজার টেক্সট মেসেজের উত্তর দিতে হতো। ৩২ বছর বয়সী এই প্রযুক্তি কর্মী বলেন, এটা অদৃশ্য একটা ওভারটাইম। কারণ আপনার কাছে কাজ চাওয়া হচ্ছে, কিন্তু তার বিনিময়ে কোনো অর্থ দেওয়া হচ্ছে না। অবশেষে তিনি কাজ ছাড়তে বাধ্য হন কারণ অতিরিক্ত পরিশ্রমের কারণে তিনি ফলিকিউলাইটিস রোগের শিকার হন। এটা একধরনের চর্মরোগ। মূলত মানসিক চাপ থেকে এই রোগে চুলের গোড়ায় প্রদাহ সৃষ্টি হয়।

তবে ঝেং এরপর একটা ভালো চাকরি পেয়েছেন। যদিও তিনি বলছেন, তার আশেপাশে অন্যরা তার মতো ভাগ্যবান হননি। অনেকেই মনে করেন তারা তথাকথিত ‘৩৫-এর অভিশাপ’এর শিকার। চীনের মানুষ ব্যাপকভাবে বিশ্বাস করে যে দেশটির চাকুরিদাতারা ৩৫ বছরের বেশি বয়সীদের কাজ দিতে চায় না। তারা বরং চায় তরুণ প্রজন্মের ছেলে-মেয়েদের কাজে নিতে। তাদের ওপর ‘খরচ কম’ কারণ তাদের বেতন দিতে হয় কম।

৩০য়ের মধ্য কোঠায় যাদের বয়স তাদের জন্য এটা বিরাট একটা চ্যালেঞ্জ। একদিকে বেশি বয়সের কারণে বৈষম্য, অন্যদিকে চাকরির বাজারে মন্দা-যা তাদের জন্য শাঁখের করাত। তাদের মাথার ওপর হয় রয়েছে বাড়ি কেনার জন্য নেওয়া বন্ধকের বোঝা, নয়ত এই বয়সে কেউ কেউ বিয়ে করে সংসার পাতার প্রস্তুতি নিচ্ছেন।

তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও কম হতাশা নেই। তারাও এতটাই হতাশ যে অনেকে ইচ্ছা করে পরীক্ষায় ফেল করছে যাতে স্নাতক হওয়াটা পেছিয়ে দেওয়া যায়।

গত কয়েক সপ্তাহে চীনের সামাজিক মাধ্যম ছেয়ে গেছে গ্র্যাজুয়েট হওয়া শিক্ষার্থীদের ভিন্নধর্মী নানা ছবিতে। সাফল্যে উল্লাস প্রকাশের বদলে সদ্য গ্র্যাজুয়েটদের হতাশা প্রকাশ করতে দেখা যাচ্ছে। কিছু ছবিতে দেখা যাচ্ছে স্নাতক উপাধি নেবার বিশেষ গাউন পরে আর গ্র্যাজুয়েট টুপি দিয়ে মুখ ঢেকে তারা মাটিতে সটান শুয়ে আছেন। কোনো কোনো সদ্য স্নাতক ছবি পোস্ট করেছেন যেখানে তাদের হাতে সার্টিফিকেট ধরা আছে আবর্জনার বিনের ঠিক ওপরে, যেন সেটা এখুনি ময়লার ঝুড়িতে ফেলা হবে।

এক সময় চীনে বিশ্ববিদ্যালয়ে যেতেন বড়লোকের ছেলেমেয়েরা। কিন্তু ২০১২ থেকে ২০২২এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির হার ৩০ শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় ৫৯.৬ শতাংশে। কারণ প্রতিযোগিতামূলক চাকরির বাজারে উন্নত সুযোগ পাবার জন্য ডিগ্রি অর্জনকে সেই জগতে পা রাখার একটা গুরুত্বপূর্ণ সিঁড়ি বলে মনে করতে শুরু করে বহু তরুণ। কিন্তু চাকরির বাজার সঙ্কুচিত হয়ে পড়ায় তাদের সেই আকাঙ্ক্ষা রূপ নেয় চরম হতাশায়। বিশেষজ্ঞরা বলছেন, আরও এক কোটি ১৬ লাখ নতুন স্নাতক এখন চাকরির বাজারে প্রতিযোগিতায় নামায় অবস্থা আরও খারাপ হয়ে উঠবে।

“পরিস্থিতি বেশ খারাপ। মানুষ ক্লান্ত এবং অনেকেই বিকল্প পথ খুঁজছে। মানুষের মধ্যে তীব্র হতাশা তৈরি হয়েছে,” বলছেন মিরিয়াম উইকার্টসহেইম। তিনি ডাইরেক্ট এইচআর নামে শাংহাই-ভিত্তিক একটি নিয়োগ প্রতিষ্ঠানের পরিচালক।

কোভিডের পর চীনে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ার অপ্রত্যাশিত শ্লথ গতি বেকারত্ব এত বাড়ার প্রধান কারণ বলে মনে করেন ব্রুস প্যাং, যিনি জোন্স ল্যাং লাসালে নাামে একটি সংস্থায় বৃহত্তর চীন বিষয়ক প্রধান অর্থনীতিবিদ।

কোন কোন কর্মদাতা নতুন স্নাতকদের চাকরি দিতে অনাগ্রহী যারা ক্রমাগত কোভিড লকডাউনের কারণে অতীতের গ্র্যাজুয়েটদের তুলনায় কাজের অভিজ্ঞতা অর্জন করেছে খুবই কম। কর্মদাতারা এই চাকরি প্রত্যাশীদের দেখছেন শুধু “ডিগ্রির কাগজধারী” হিসাবে- বলছেন মি. প্যাং।

আরও পড়ুন: পাঁচজন অতিথি বেশি আসায় বৌভাতের অনুষ্ঠান লণ্ডভণ্ড

চীনের পেশাদার তরুণরা যেসব শিল্পখাতে কাজ করতে বেশি উৎসাহী সেই খাতগুলোর ওপর চীনা কর্তৃপক্ষ সম্প্রতি দমননীতি চালানোয় তার একটা নেতিবাচক প্রভাব পড়েছে চাকরির বাজারে। বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ব্যাপক কড়াকড়ি আরোপ, প্রশিক্ষণ খাতের ওপর বিধিনিষেধ এবং বেসরকারি শিক্ষা খাতে বিদেশি বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা এই সব কিছুর কারণে অনেক চাকরি এখন বাজার থেকে উধাও হয়ে গেছে।

‘ধীরেসুস্থে কর্মসংস্থান’
চীনের সরকার এসব সমস্যা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল, কিন্তু তারা এটাকে বড় কোন সমস্যা হিসাবে দেখাতে চায় না।

চীনা কম্যুনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি সংবাদপত্রের প্রথম পাতায় মে মাসে চীনা নেতা শি জিনপিংকে উদ্ধৃত করে বলা হয় তিনি তরুণ প্রজন্মকে “তেতো ওষুধ গেলার” আহ্বান জানিয়েছেন। ম্যান্ডারিন ভাষায় যার অর্থ “কষ্ট সহ্য করো”।

ইতোমধ্যে রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম বেকারত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক পত্রিকা ইকনমিক ডেইলির এক সম্পাদকীয়তে গত সপ্তাহে নতুন একটি পরিভাষা ব্যবহার করা হয়েছে “ধীরেসুস্থে কর্মসংস্থান”। লেখা হয়েছে কিছু তরুণ চীনা যদিও সত্যিই বেকার, কিন্তু বাকিদের অনেকেই “সক্রিয়ভাবে আস্তে ধীরে সময় নিয়ে কাজে যোগ দিতে চাইছে”।

এই পরিভাষার উৎস কোথা থেকে তা স্পষ্ট নয়, তবে চায়না ইয়ুথ ডেইলিতে ২০১৮ সালে প্রকাশিত এক নিবন্ধে লেখা হয় যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এরকম স্নাতকের সংখ্যা ক্রমশ বাড়ছে যারা পাশ করেই চাকরি খুঁজছে না, বরং তারা এজন্য সময় নিচ্ছে। অনেকে পাশ করার পর বেড়াতে যাচ্ছে বা অল্প সময়ের জন্য শিক্ষকতার কাজ নিচ্ছে। চীনা জনগণকে বলা হয় এটাই হলো স্লো এমপ্লয়মেন্ট বা ধীরেসুস্থে কর্মসংস্থানের ধারা।

jagonews24.com

এখন তাদেরও এই সংজ্ঞার অন্তর্ভুক্ত করা হচ্ছে যারা চাকরি পায়নি বা লেখাপড়া আরও চালিয়ে যেতে চাইছে কিংবা নতুন কিছু শিখছে বা পাশ করে বের হওয়ার আগে গ্যাপ ইয়ার বা এক বছরের বিরতি নিচ্ছে। চাকরির বাজার যত খারাপই হোক না কেন, পত্রিকায় তরুণদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন কঠিন শ্রমে উদ্যোগী হয় এবং কিছু একটা করে। আর সেটা করলে তাদের বেকার থাকা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।

তবে বর্তমানে চাকরির বাজারের যে দুরাবস্থা, তাতে আস্তে ধীরে কাজ নেওয়ার নতুন এই পরিভাষা এবং পরামর্শ কোনটাই মানুষ ভালভাবে নিচ্ছে না। সরকার যে বেকারত্বের উঁচু হার মানতে চায় না তাতে কেউ কেউ বিস্ময় প্রকাশ করছে। অনেকে আবার এটা নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করতেও ছাড়ছে না।

চীনারা নতুন শব্দ উদ্ভাবনে দারুণ পারদর্শী। চীনের জনপ্রিয় সামাজিক মাধ্যম ওয়েইবোতে এমন মন্তব্য করেছেন এক ব্যক্তি। তিনি বলেন, আমরা অবশ্যই বেকার, কিন্তু কর্মকর্তারা দারুণ একটা পরিভাষা বের করে ফেলেছেন ‘স্লো এমপ্লয়মেন্ট’। কাজ খোঁজার এই সময়কাল কতটা ধীরগতির হবে? কয়েক মাস নাকি কয়েক বছর? তিনি ব্যাঙ্গ সুরে প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন: পোল্যান্ডে প্লেন বিধ্বস্ত, নিহত ৫

চীনে ইনস্টাগ্রামের সমতুল্য মাধ্যম জিয়াওহংশু ব্যবহারকারী একজন লিখেছেন এই নতুন পরিভাষা চাকরি পাওয়ার দায়িত্বটা হঠাৎ করেই তরুণদের ঘাড়ে ঠেলে দিয়েছে। বেকারত্ব মানেই বেকারত্ব। যেটার যে নাম। এটা বেকারত্ব ছাড়া আর কী! এমনটাই বলছেন, শাংহাই ইনস্টিটিউট অব ফাইনান্স অ্যান্ড ল’র গবেষক নিই রিমিং।

এমন তরুণ-তরুণী নিশ্চয়ই আছে যারা একটা চাকরি ছেড়ে পরের চাকরি শুরুর আগে লম্বা ছুটি নিতে চাইছে, কিন্তু আমি মনে করি বর্তমানে যারা বেকার তাদের বিশাল একটা অংশ কাজ পেতে মরিয়া, কিন্তু তারা কাজ পাচ্ছে না।

টিটিএন