ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নিয়ম ভাঙার শাস্তি

পর্যটকদের কান ধরে ওঠবস করালো পুলিশ, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৭ জুলাই ২০২৩

প্রকৃতিপ্রেমী ভ্রমণপিপাসুদের কাছে ব্যাপক জনপ্রিয় গোয়ার দুধসাগর জলপ্রপাত। ভারতের কর্ণাটক সীমান্তে অবস্থিত এই জলপ্রপাতের উচ্চতা প্রায় ১ হাজার ১৭ ফুট। এত উঁচু থেকে পানি নিচে পড়ার সময় পাথরে ধাক্কা খেতে খেতে সাদা ফেনা তৈরি হয়। সে কারণেই দূর থেকে পানির রঙ মনে হয় দুধের মতো সাদা। বর্ষাকালে দুধসাগর জলপ্রপাতের উত্তাল রূপ দেখতে দেশ-বিদেশ থেকে ভিড় জমান বহু পর্যটক।

এই জলপ্রপাতের সামনে দিয়েই গেছে রেলপথ। তবে এখন দুধসাগর জলপ্রপাতের সামনে সেই ট্রেন দাঁড়ায় না। বরং খানিক এগিয়ে গিয়ে দাঁড়ায়। এ কারণে সেখান থেকে ট্রেক করে যেতে হয় জলপ্রপাতের সামনে।

আরও পড়ুন>> মানুষের ভিড় নেই: প্রশান্তির খোঁজ দেবে পাহাড়ি গ্রাম লিংসে

কিন্তু কয়েকজন পর্যটক সম্প্রতি নিয়ম ভেঙে নির্ধারিত স্টেশনের আগেই ট্রেন থেকে নেমে পড়েছিলেন। এ কারণে তাদের লাইন দিয়ে দাঁড় করিয়ে কান ধরে ওঠবস করিয়েছে রেল পুলিশ। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা যায়, দুধসাগর যেতে গেলে দক্ষিণ গোয়ার কোল্লেম স্টেশনে নামতে হয়। তারপর দক্ষিণ-পশ্চিম রেলওয়ের লাইন বরাবর হাঁটতে হাঁটতে জলপ্রপাতের পাদদেশে পৌঁছাতে হয়।

কিন্তু বৃষ্টির কারণে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে গোয়া পুলিশ, ভারতীয় রেলওয়ে এবং বন দপ্তরের পক্ষ থেকে বর্ষাকালে ট্রেকিং করে জলপ্রপাতের কাছে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন>> গরম থেকে বাঁচতে দার্জিলিং-কার্শিয়াং ছুটছে মানুষ

শুধু তা-ই নয়, সাঙ্গুয়েম তালুকের মৈনাপি জলপ্রপাতে দুজন পর্যটকের মৃত্যুর পর গত সপ্তাহেই রাজ্যটির কোনো জলপ্রপাতে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল গোয়া সরকার।

কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কয়েকজন পর্যটক ট্রেন থেকে নেমে দুধসাগরের একেবারে কাছে চলে গিয়েছিলেন। এরপরেই শাস্তি হিসেবে তাদের কান ধরে ওঠবস করায় কর্তৃপক্ষ, এমনটাই দাবি করা হয়েছে ভাইরাল পোস্টে।

আরও পড়ুন>> তিন হাজার রুপি থাকলেই ঘুরে আসতে পারেন পশ্চিমবঙ্গের যে সৈকতে

নবীন নবী নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটি। তাতে দেখা যাচ্ছে, প্রায় ২০ পর্যটককে হাতে লাঠি নিয়ে কান ধরে ওঠবস করাচ্ছে আরপিএফ।

সূত্র: এনডিটিভি, দ্য ওয়াল
কেএএ/