ভারত
মন্ত্রীর গাড়িবহরের ধাক্কায় উল্টে গেলো অ্যাম্বুলেন্স
ভারতে একজন মন্ত্রীর গাড়িবহরে থাকা পুলিশের গাড়ির ধাক্কায় উল্টে গেছে একটি অ্যাম্বুলেন্স। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। গত বুধবার (১২ জুলাই) কেরালার শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টির গাড়িবহরের সঙ্গে হয়েছে এ দুর্ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনার সময় উল্টো পথ দিয়ে আসছিল মন্ত্রীর গাড়িবহরটি। দুর্ঘটনার পর পুলিশের গাড়ির চালক ও অ্যাম্বুলেন্সচালক উভয়ের নামে মামলা হয়েছে।
আরও পড়ুন>> বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে চড় খেলেন জনপ্রতিনিধি, ভিডিও ভাইরাল
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিরুবনন্তপুরমের কাছে একটি রাস্তার মোড়ে উল্টোপথ দিয়ে আসছে মন্ত্রীর গাড়িবহর। ওই বহরে পেছনে মন্ত্রীর গাড়ি ও তার সামনে একটি পুলিশের গাড়ি ছিল। তাদের যাওয়ার জায়গা করে দিতে বাকি সব রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিল পুলিশ।
ভিডিওতে দেখা যায়, দু’জন পুলিশ কর্মকর্তা রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন। তাদের নজর ছিল একপাশ দিয়ে আসা মন্ত্রীর গাড়িবহরের দিকে। হঠাৎ একটি অ্যাম্বুলেন্স এক পুলিশ কর্মকর্তার পাশ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। ঠিক ওই সময়ই মন্ত্রীর গাড়িবহরও এগিয়ে আসে।
একপর্যায়ে গাড়িবহরের সামনে থাকা পুলিশের গাড়িটি অ্যাম্বুলেন্সের পাশে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি উল্টে যায় এবং রাস্তায় গড়াতে থাকে। উল্টে যাওয়া অ্যাম্বুলেন্সের খুব কাছেই ছিলেন রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেক পুলিশ কর্মকর্তা। তিনি অন্তত দু’বার অ্যাম্বুলেন্সের নিচে পড়তে পড়তে কোনোমতে বেঁচে যান।
আরও পড়ুন>> খালি অ্যাম্বুলেন্সে সাইরেন বাজিয়ে নাশতা কিনতে গেলেন চালক!
আর পুলিশের গাড়িটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষের পর এগিয়ে এসে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক পড়ে যাওয়ার উপক্রম হয়। তবে শেষপর্যন্ত তিনি নিজেকে সামলে নেন।
এসময় মন্ত্রীর গাড়িটি দুর্ঘটনাস্থলে না দাঁড়িয়ে পাশ কেটে বেরিয়ে যেতে দেখা যায়।
এ ঘটনায় রাজ্যের শিক্ষামন্ত্রী শিভানকুট্টির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন>> প্রেমের টানে ভারতে গিয়ে ‘প্রতারণার শিকার’ বাংলাদেশি তরুণী
পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ তিনজন আহত হয়েছেন।
কেএএ/
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা