ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে থাকা ঐতিহাসিক ভবন কেন বিক্রি করলো পাকিস্তান?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৪ জুলাই ২০২৩

যুক্তরাষ্ট্রের থাকা একটি ঐতিহাসিক ভবন বিক্রি করে দিয়েছে পাকিস্তান সরকার। ওয়াশিংটনে থাকা ভবনটি ৭১ লাখ ডলারে বিক্রি করা হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

ভবনটি কয়েক দশক ধরে খালি ও পরিত্যাক্ত অবস্থায় ছিল। ফলে এটি এক মাসেরও বেশি আগে ধ্বংসপ্রাপ্ত সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়। তাছাড়া ভবনটির কর মুক্ত সুবিধাও প্রত্যাহার করা হয়েছিল। তাই এটি পাকিস্তান সরকারের জন্য একটি বোঝা হয়ে উঠে।

আরও পড়ুন>চাঁদে পাড়ি দিচ্ছে ভারতের চন্দ্রযান-৩

বিখ্যাত আর-স্ট্রিটে অবস্থিত এই ভবনটি এক সময় কনস্যুলেট হিসেবে ব্যবহার করা হতো। গত বছরের শেষের দিকে নিলামের জন্য রাখা হয় এটিকে। প্রথম রাউন্ডে ঐতিহাসিক ভবনটির দাম উঠে প্রায় ৬৮ লাখ ডালার। কিন্তু এক পর্যায়ে ওই নিলাম বাতিল করা হয়।

কিন্তু দ্বিতীয় রাউন্ডে সম্পত্তিটি টেক্সাসভিত্তিক আমেরিকান-পাকিস্তানি ব্যবসায়ী হাফিজ খানের কাছে বিক্রি করা হয়েছে। তিনি ৭১ লাখ ডলারের প্রস্তাব করেছিলেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ভবনটির হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। যেখানে পাকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>বিয়ের জন্য পাত্র চান এই নারী, খুঁজে দিলেই ৫ হাজার ডলার পুরস্কার

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অন্যান্য পাকিস্তানি সম্পত্তি বিক্রির বিষয়ে যে কোনো জল্পনা-কল্পনার অবসান হওয়া উচিত। নতুন মালিক ভবনটি বিক্রির অনুমোদনের জন্য পাক প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে ধন্যবাদ জানিয়েছেন।

এমএসএম