সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য হচ্ছে ইরান
চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র শীর্ষ সম্মেলন। সেখানে এবার এই সংস্থার পূর্ণাঙ্গ সদস্যপদ পেতে যাচ্ছে ইরান।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ খবর জানিয়ে বলেছেন, আগামী ৪ জুলাই এসসিও’র শীর্ষ সম্মেলনে ইরানের পূর্ণাঙ্গ সদস্যপদ অনুমোদিত হতে যাচ্ছে।
আরও পড়ুন> কিশোর হত্যা: ফ্রান্সে চলছে সহিংসতা-লুটপাট
এখন থেকে ১৫ বছর আগে এসসিও’র সদস্যপদের জন্য আবেদন জানিয়েছিল ইরান। কিন্তু ২০২১ সালে এসে সংস্থাটি ইরানের আবেদন বিবেচনা করতে সম্মত হয়। ২০২২ সালের মার্চ মাসে ইরানকে এই সংস্থার অন্তর্ভুক্ত করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
একই বছরের সেপ্টেম্বর মাসে ইরান এসসিও’র অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি সমঝোতা স্মারক বা এমওইউতে সই করে। এর একমাস পর ইরানের পার্লামেন্ট এসসিও’তে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিকে অনুমোদন দেয়।
এসসিও মূলত একটি কূটনৈতিক সংস্থা, যার সদরদপ্তর চীনে অবস্থিত। বর্তমানে এটির আট পূর্ণাঙ্গ সদস্যদেশ হচ্ছে, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরঘিজিস্তান ও তাজিকিস্তান।
আরও পড়ুন> মহারাষ্ট্রে বাসে আগুন, নিহত ২৫
২০০১ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা নিজেদের মধ্যে বাণিজ্যিক ও সামরিক সহযোগিতার পাশাপাশি যৌথ নিরাপত্তা ইস্যুগুলোতে পরস্পরকে সহায়তা করে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ৪ জুলাইর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সূত্র: প্রেসটিভি, পার্সটুডে
এমএসএম