ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

টাইটান ট্রাজেডি

সাবমেরিন-চালকের খোঁজে ওশানগেটের বিজ্ঞপ্তিটি পুরোনো

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৪ জুন ২০২৩

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে গিয়ে নিজেই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে পর্যটকবাহী ছোট্ট সাবমেরিন টাইটান। সলিল সমাধি হয়েছে এর চালকসহ পাঁচ আরোহীর, যাদের মধ্যে ছিলেন সাবমেরিনটির মালিক ওশানগেটের প্রধান নির্বাহীও। সেই শোকের মধ্যেই কোম্পানির পক্ষ থেকে নতুন সাবমেরিন-চালকের খোঁজে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গত শুক্রবার (২৪) থেকে ওশানগেটের ওই নিয়োগ বিজ্ঞপ্তির একটি স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে। কোম্পানির ওয়েবসাইট বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে। তবে ওয়েব্যাক মেশিন আর্কাইভে এখনো দেখা যাচ্ছে বিজ্ঞপ্তিটি।

আরও পড়ুন>> সাবমেরিন নিখোঁজ: রোবটচালিত জলযান নামিয়েও মেলেনি সন্ধান

বিজ্ঞাপনে বলা হয়েছে, মনুষ্যচালিত সাবমেরিন এবং সহায়তা জাহাজের বহর পরিচালনা ও ব্যবস্থাপনায় সাহায্যের জন্য তাৎক্ষণিকভাবে একজন সাবমার্সিবল পাইলট বা মেরিন টেকনিশিয়ান চায় ওশানগেট।

এতে বলা হয়, আমরা দৃঢ় যান্ত্রিক ও আন্তঃব্যক্তিগত দক্ষতার সংমিশ্রণে একজন প্রতিশ্রুতিবদ্ধ এবং যোগ্য ব্যক্তি খুঁজছি, যিনি সংবেদনশীল সামুদ্রিক সরঞ্জামগুলোতে কাজ করতে, নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে এবং ডাইভ অপারেশনকে সমর্থনের জন্য জটিল সিস্টেমগুলো পরিচালনা করতে পারবেন।

jagonews24

আরও পড়ুন>> সতর্ক করার পরও কেন গভীর সমুদ্রে যাত্রা করেছিল টাইটান?

চাকরির যোগ্যতা হিসেবে ‘প্রয়োজন অনুসারে কয়েক সপ্তাহ সমুদ্রে কাজ করার ইচ্ছা এবং ক্ষমতা’ থাকার পাশাপাশি ছোট নৌকা চালানো এবং বড় বাণিজ্যিক জাহাজে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

যোগ্য ব্যক্তি আকর্ষণীয় বেতন, মেডিকেল প্যাকেজসহ অন্যান্য সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ওশানগেটের বিজ্ঞপ্তিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিজ্ঞাপনের বিষয়ে টুইটারে একজন মন্তব্য করেছেন, এটি ভয়াবহ। আরেক ব্যক্তি লিখেছেন, এখন লোক নিয়োগ দিচ্ছে? এদের (ওশানগেট) চিরতরেই বন্ধ করে দেওয়া দরকার।

jagonews24

তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, ওশানগেটের ওয়েবসাইটে সাবমেরিন পাইলট নিয়োগের বিজ্ঞপ্তিটি নতুন নয়। এটি টাইটান ট্রাজেডির অনেক আগে থেকেই সেখানে ছিল। অর্থাৎ, স্ক্রিনশটে থাকা নিয়োগ বিজ্ঞপ্তিটি টাইটান নিখোঁজের ঘটনায় প্রতিষ্ঠানটির সাবমেরিন-চালকের মৃত্যুর পর প্রকাশিত হয়নি। বরং ২০২০ সাল থেকেই একই তথ্য সম্বলিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটির ওয়েববসাইটে খুঁজে পাওয়া যায়।

আরও পড়ুন>> সাবমেরিন টাইটানের ৫ টুকরো শনাক্ত: মার্কিন কোস্টগার্ড

গত ১৮ জুন আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয় টাইটান। আশঙ্কা করা হচ্ছে, টাইটানিকের কাছাকাছি গিয়ে কোনো কারণে দুর্ঘটনার কবলে পর্যটকবাহী সাবমেরিনটি। এতে প্রাণ হারিয়েছেন ওশানগেট সিইও স্টকটন রাশ, টাইটানিক বিশেষজ্ঞ পল-হেনরি নারজিওলেট, ব্রিটিশ বিলিয়নিয়ার হামিশ হার্ডিং, পাকিস্তানি বিলিয়নিয়ার শানজাদা দাউদ এবং তার ১৯ বছর বয়সী ছেলে সুলাইমান।

সংশোধনী: রিউমার স্ক্যানার যাচাই করে দেখেছে, গত ২৪ জুন প্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময়কাল সঠিক ছিল না। বিষয়টি পর্যালোচনা করে সত্যতা পায় জাগোনিউজ। এর পরিপ্রেক্ষিতে ২৬ জুন ২০২৩ তারিখে প্রতিবেদনটি সংশোধন করা হলো।

 

কেএএ/