৪ জনে একজন মানুষ স্ত্রীকে মারধর ন্যায়সঙ্গত মনে করেন: জাতিসংঘ
বিশ্বে প্রতি চারজনের মধ্যে অন্তত একজন মানুষ স্বামীর হাতে স্ত্রীর মারধরের শিকার হওয়াকে ‘ন্যায়সংগত’ বলে মনে করেন। এটি যে শুধু পুরুষরা ভাবেন, তা নয়। বরং অনেক নারীও এ ধরণের ধারণা পোষণ করেন। সোমবার (১২ জুন) জাতিসংঘের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) এক জরিপ গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
গবেষণা প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন: ২০২৩ জেন্ডার সোশ্যাল নর্মস ইনডেক্স
ইউএনডিপির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে লিঙ্গ বৈষম্য একটুও কমেনি, বরং বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামাজিক এ সমস্যা আগের তুলনায় বেড়েছে। সামাজিক-সাংস্কৃতিক পক্ষপাতসহ নানা কারণে নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হওয়াই এমনটি হয়েছে। আর এ কারণেই ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ লিঙ্গ সমতার যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, তা পূরণ সম্ভব নয়।
আরও পড়ুন: বিশ্বরেকর্ড/এক অনুষ্ঠানে ৪২৮৬ জনের বিয়ে!
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রে ‘টাইমস্আপ’ ও ‘মি টু’- এর মতো নারী অধিকার গোষ্ঠী ও সামাজিক আন্দোলন থাকলেও, পক্ষপাতদুষ্ট সামাজিক প্রথা ও করোনা মহামারির মধ্যে অসংখ্য নারী উপার্জন হারিয়েছেন। এটিও লিঙ্গ সমতার অগ্রগতি স্থবির হয়ে পড়ার অন্যতম কারণ।
ইউএনডিপির জরিপ বিশ্লেষণ করে দেখা যায়, প্রতি ১০ জন নারী-পুরুষের প্রায় নয়জনই নারীর বিরুদ্ধে মৌলিক পক্ষপাত ধারণ করেন। তবে জরিপের আওতায় ৩৮টি দেশে নারীর প্রতি কমপক্ষে একটি পক্ষপাত রয়েছে এমন মানুষের সংখ্যা ৮৬ দশমিক ৯ থেকে ৮৪ দশমিক ৬ শতাংশে নেমেছে।
ইউএনডিপির গবেষণা ও কৌশলগত অংশীদারবিষয়ক উপদেষ্টা এবং প্রতিবেদনের সহ-লেখক হেরিবার্তো তাপিয়া বলেন, সময়ের তুলনায় উন্নতির মাত্রা হতাশাজনক।
আরও পড়ুন: আওরঙ্গজেবের ছবি নিয়ে মিছিলে হাঁটায় ৪ জনের বিরুদ্ধে মামলা
এ সমীক্ষায় আরও বলা হয়, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ মনে করে পুরুষরাই ভালো রাজনৈতিক নেতা হতে পারেন। আর ৪৩ শতাংশ মনে করেন, ব্যবসা-বাণিজ্যেও পুরুষরা ভালো করেন।
ইউএনডিপিতে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির জেন্ডার বিশেষজ্ঞ অ্যারো সান্তিয়াগো বছেন, আমাদের লিঙ্গগত পক্ষপাতিত্ব, সামাজিক রীতিনীতি পরিবর্তন করতে হবে। কিন্তু চূড়ান্ত লক্ষ্য হলো নারী ও পুরুষের মধ্যে, মানুষের মধ্যে ক্ষমতার সম্পর্ক পরিবর্তন করা।
সমীক্ষায় আরও দেখা গেছে, শিক্ষাকে নারীদের অর্থনৈতিক উন্নতির চাবিকাঠি মনে করা হলেও, শিক্ষা ও আয়ের মধ্যে অসামঞ্জস্যপূর্ণ যোগসূত্র রয়েছে। যে ৫৭ দেশে প্রাপ্তবয়স্ক নারীরা পুরুষদের তুলনায় বেশি শিক্ষিত, সেখানেও নারী শিক্ষার সঙ্গে আয়ের ব্যবধান ৩৯ শতাংশ।
আরও পড়ুন: রাশিয়ার হাতে হাত রেখে কাজ করবে উত্তর কোরিয়া: কিম
সর্বশেষ এ জরিপ গবেষণা প্রতিবেদনে ইউএনডিপি ‘জেন্ডার সোশ্যাল নর্মস ইনডেক্স’ বা লিঙ্গ সংক্রান্ত সামাজিক মূল্যবোধ সূচক অনুসরণ করেছে। বিশ্বের মোট জনসংখ্যার ৮৫ শতাংশের বসবাস রয়েছে এমন দেশ ও অঞ্চলগুলোর ২০১০-২০১৪ ও ২০১৭-২০২২ সাল মেয়াদের উপাত্ত নিয়ে এ জরিপ চালানো হয়।
সূত্র: ২০২৩ জেন্ডার সোশ্যাল নর্মস ইনডেক্স, ওয়েব সাইট অব ইউএনডিপি
এসএএইচ