ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রেস্তোরাঁয় বসে অনলাইনে অর্ডার, খাবার মিললো অর্ধেক দামে!

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১১ জুন ২০২৩

রেস্তোরাঁয় তো কমবেশি সবাই খেতে যান। কিন্তু কখনো কি রেস্তোরাঁয় বসে সেখানকারই খাবার অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে অর্ডার করে খেয়েছেন? সম্প্রতি এই কাণ্ডই করেছেন ভারতের এক যুবক। এর মাধ্যমে ৪০০ রুপির কফি পেয়েছেন মাত্র ১৯০ রুপিতে। ঘটনাটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা যায়, সন্দ্বীপ মল নামে এক যুবক গিয়েছিলেন স্টারবাকসের একটি কফিশপে। যেখানে এক কাপ কফির দাম প্রায় ৪০০ রুপি। সেই সঙ্গে কাউন্টারে দাঁড়িয়ে বিল পেমেন্টের ঝক্কি তো রয়েছেই। অন্যদিকে, অনলাইন অর্ডারে থাকে বিভিন্ন ধরনের ছাড় ও কুপন, যা অফলাইনে মেলে না। সে কারণেই এমন অদ্ভুত ঘটনা ঘটান সন্দ্বীপ।

আরও পড়ুন>> সমুচার দাম ৪০০ টাকা!

স্টারবাকসে বসে সেখানকার কফি অর্ডার দেন ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটোতে। ব্যাস, নিয়মমতো তার অর্ডার ডেলিভারি করার জন্যে একজনকে নিযুক্ত করা হয়। তিনি পৌঁছে যান স্টারবাকসে। কাউন্টার থেকে কফি নিয়ে তা দিয়ে আসেন যুবকের টেবিলে। আর এই বুদ্ধির জেরে ৩৬৫ রুপির কফি সন্দ্বীপ পেয়ে যান মাত্র ১৯০ রুপিতে।

আরও পড়ুন>> রেস্তোরাঁয় দুর্ব্যবহার করা দুই যুবককে পেটালেন নারী ওয়েটার!

গত ৬ জুন টুইটারে এ ঘটনা শেয়ার করেন ওই যুবক। এর পরপরই দ্রুত ভাইরাল হয়ে যায় সেটি। তবে অনেকেই ঘটনাটি বিশ্বাস করতে চাননি। এ কারণে পরে সেই অনলাইন অর্ডারের একটি স্ক্রিনশট শেয়ার করেন তিনি।

এরপর আরও কয়েকজন জানান, তারাও অনেকদিন ধরেই এই কাজ করে আসছেন। অর্থাৎ, স্টারবাকসে বসে অনলাইনে কফি অর্ডার করে ডেলিভারি নিচ্ছেন। আর তাতে কফি মিলছে প্রায় অর্ধেক দামে।

আরও পড়ুন>> বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম মুরগির মাংস পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরে

পোস্টের মন্তব্যে একজন জানতে চান, ওই ডেলিভারিম্যানের প্রতিক্রিয়া কেমন ছিল। জবাবে সন্দ্বীপ জানান, তিনি (ডেলিভারিম্যান) জানতেন মানুষ এমনটি করছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস
কেএএ/