ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংকট কাটছে শ্রীলঙ্কার, তুলে নিচ্ছে আমদানি বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১০ জুন ২০২৩

অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তাই ২৮৬টি পণ্যের ওপর দেওয়া আমদানি বিধিনিষেধ তুলে নিয়েছে দেশটি। শনিবার (১০ জুন) শ্রীলঙ্কার অর্থমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত বছর তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটি। এর অন্যতম কারণ ছিল ডলার সংকট। সে সময় সংকট কাটাতে কয়েক হাজার পণ্যের ওপর আমদানি বিধিনিষেধ আরোপ করে দেশটির সরকার।

আরও পড়ুন>ঋণ পাহাড়সম, তবু সরকারি কর্মীদের ৩৫ শতাংশ বেতনবৃদ্ধি পাকিস্তানে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে প্রায় তিন বিলিয়ন ডলার বেইল আউট পাওয়ার পরই মূলত ঘুরে দাঁড়াতে শুরু করে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। একই সঙ্গে বাড়তে শুরু করেছ বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

চলতি বছরের মে মাসে শ্রীলঙ্কার রিজার্ভ ২৬ শতাংশ বেড়ে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলারে দাঁড়ায়িছে, যা গত ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ। দ্বীপ রাষ্ট্রটির রিজার্ভ বৃদ্ধিতে সাহায্য করছে রেমিটেন্স ও পর্যটন।

আরও পড়ুন>শক্তি বাড়িয়েই চলেছে ‘অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়’: আইএমডি

অর্থমন্ত্রী এক বিবৃতিতে শুক্রবার জানিয়েছেন, ২৮৬টি পণ্যের ওপর আমদানি বিধিনিষেধ তুলে নেওয়া হলো। তবে অন্য ৯২৮টি পণ্যের ওপর বিধিনিষেধ চালু থাকবে।

তাছাড়া চলতি সপ্তাহ থেকে গুরুত্বপূর্ণ ১৬টি ওষুধের মূল্য ১৬ শতাংশ কমাবে বলেও ঘোষণা দিয়েছে।

এমএসএম