ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এবার উড়িষ্যায় ট্রেনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:১১ এএম, ০৯ জুন ২০২৩

ভারতের উড়িষ্যার নোয়াপাদা জেলায় দুর্গ-পুরী এক্সপ্রেসে আগুন লাগার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবারের (৮ জুন) এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির পূর্বাঞ্চলীয় রেল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দেশটির রেল কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টার পরে উড়িষ্যার নোয়াপাদায় ডাউন ১৮৪২৬ দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নীচে আগুন দেখা যায়। ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে সেই আগুন লাগে। দ্রুত আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। কোচের মধ্যে আগুন ছড়ায়নি।

আরও পড়ুন>লোহিত সাগরের তীরে হাঙরের আক্রমণে রুশ নাগরিকের মৃত্যু

তাছাড়া এ ঘটনায় কোনো হতাহতেরও খবরও মেলেনি। কিছুক্ষণ পরে পুরীর উদ্দেশে রওনা দেয় ডাউন ১৮৪২৬ দুর্গ-পুরী এক্সপ্রেস।

ইস্ট-কোস্ট রেল কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টা সাত মিনিটে উড়িষ্যার নোয়াপাদা জেলার নুয়াপাড়া খারিয়ার স্টেশনে ঢোকে দুর্গ-পুরী এক্সপ্রেস। সেইসময় ধোঁয়ায় ভরে যায় বি৩ কোচ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তারা দ্রুত রেল কর্তৃপক্ষকে খবর দেন। তারপর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

রেল কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনের চেন টানার পর ব্রেক প্যাড ঠিকমতো কাজ করেনি। ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে আগুন লেগে যায়। আগুন নেভানোর পর রাত ১১টা নাগাদ পুরীর উদ্দেশে রওনা দেয় সেই এক্সপ্রেস ট্রেন।

আরও পড়ুন>এবার গোপন নথির মামলায় অভিযুক্ত ট্রাম্প, হতে পারেন গ্রেফতার

ইস্ট-কোস্ট রেলের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে আগুন ধরে যায়। তবে কোচের মধ্যে আগুন ছড়ায়নি।

এ ঘটনার ঠিক সাতদিন আগে উড়িষ্যার বালাসোরে বাহানগা বাজার স্টেশনের কাছে পণ্যবাহী ট্রেনে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস। লাইনচ্যুত হয়ে গিয়েছিল করমণ্ডলের ২১টি কোচ। কয়েকটি কোচ অন্য লাইনেও ছিটকে পড়েছিল। সেইসময় অন্য লাইন দিয়ে আসছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। যা করমণ্ডলের কোচে ধাক্কা মারে। মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারায় আড়াই শতাধিক। আহত হয় হাজারের বেশি যাত্রী।

এমএসএম