ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দুবাইয়ে বাসে প্রবাসীর সন্তান প্রসব

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০৮ জুন ২০২৩

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আন্তঃনগর বাসে সন্তান প্রসব করছেন এক প্রবাসী। ওই নারী আফ্রিকার দেশ উগান্ডার নাগরিক।

বৃহস্পতিবার (৮ জুন) দুবাইয়ের রোড ও ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ (আরটিএ) জানিয়েছে, ওই প্রবাসী নারী ও তার সন্তান সুস্থ্য রয়েছে। খবর খালিজ টাইমসের।

আরটিএ টুইটারে একটি ছবি পোস্ট করেছে। এতে দেখা যাচ্ছে, সংস্থাটির কর্মী ও বাসচালক ওই নারী-সন্তানকে দেখতে হাসপাতাল গেছেন।

আরও পড়ুন>তিন দিনে ৬৮০ প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

আরটিএ জানায়, দুবাই থেকে আজমান শহরে যাওয়ার পথে একটি দ্বিতল বাসে নিরাপদে সন্তন প্রসব করেন তিনি। পরে ভালো চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়।

ওই মাকে অভিনন্দন ও তাদের সুস্থ্যতা নিশ্চিত করতেই মূলত হাসপাতালে গেছে আরটিএ-এর কর্মীরা। দেওয়া হয়েছে কিছু সুযোগ-সুবিধা।

এদিকে তিন দিনে ৬৮০ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এসব প্রবাসীরা এশিয়ান ও আফ্রিকান।

জানা গেছে, আট দেশের এসব প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে সেখানে কারাগারে ছিল। গত ২৭ থেকে ২৯ মে অর্থাৎ তিন দিনের মধ্যে তাদের ফেরত পাঠানো হয়।

এমএসএম