ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

২০২৩ সালে প্রবাসীদের জন্য শীর্ষ ২০ ব্যয়বহুল শহর

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৭ জুন ২০২৩

২০২৩ সালে প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার শীর্ষ ২০টি ব্যয়বহুল শহরের তালিকায় প্রথমস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। গত বছর এই তালিকায় শহরটির অবস্থান ছিল দ্বিতীয়। অন্যদিকে গত বছরের তালিকায় প্রথমস্থানে থাকা হংকংয়ের অবস্থান এবার দ্বিতীয়। খবর দ্য ইকোনমিক টাইমসের।

২০২৩ সালের ইসিএ ইন্টারন্যাশনালের কস্ট অব লিভিং র‌্যাকিংয়ে নিউইয়র্কের শীর্ষে থাকার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে উচ্চ মূল্যস্ফীতি ও আবাসন খরচ। তালিকায় তৃতীয় ও চতুর্থস্থানে রয়েছে যথাক্রমে জেনেভা ও লন্ডন।

আরও পড়ুন>তিন দিনে ৬৮০ প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

এই তালিকায় প্রথমবারের মতো শীর্ষ পাঁচের মধ্যে চলে এসছে সিঙ্গাপুর। গত বছর দেশটির অবস্থান ছিল ১৩তম।

ইসিএ ইন্টারন্যাশনালের এশিয়ার আঞ্চলিক পরিচালক লি কোয়ান বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির বড় উত্থানের কারণ হলো আবাসন খরচ বৃদ্ধি।

প্রবাসীদের জন্য বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা করতে ওই শহরের সেবা, মূল্যস্ফীতি ও আবাসিক খরচের বিষয়গুলো বিশ্লেষণ করে থাকে।

আরও পড়ুন>ডলারের বিপরীতে তুর্কি লিরার বড় দরপতন

২০২৩ সালের বিশ্বের ব্যয়বহুল তালিকায় যে ২০ শহর শীর্ষে রয়েছে সেগুলো হলো যথাক্রমে নিউইয়র্ক, হংকং, জেনেভা, লন্ডন, সিঙ্গাপুর, জুরিখ, সান ফ্রান্সিসকো, তেল আবিব, সিউল, টোকিও, বার্ন, দুবাই, সাংহাই, গুয়াংজু, লস এঞ্জেলেস, শেনজেন, বেইজিং, কোপেনহেগেন, আবুধাবি, শিকাগো।

এমএসএম