ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দিল্লিতে বহুতল ভবনে ধসে নিহত ৪

প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৮ জুন ২০১৪

ভারতের উত্তর দিল্লির ইন্দ্রলোকে একটি তিনতলা ভবন ধসে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। ভবনটি ভেঙে পড়ার পরই তার তলায় বেশ কয়েকজন আটকা পড়েন। এদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ৪ জনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, আজ শনিবার সকাল ৯ টা নাগাদ ইন্দ্রলোকের তুলসিনগরে এই বহতুল ভবনটি হঠাৎ ভেঙে পড়ে বলে আমাদের কাছে খবর আসে। ভবনটির তলায় বেশ কয়েকজন আটকে পড়ে। এরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌঁছায়।  

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) মধুর ভার্মা জানান, বহুতল ভবনটি প্রায় ৫০ বছরের পুরানো, এবং সেখানে অনেক মানুষই বসবাস করতেন। তিনি আরও জানান, বহুতল ভবনটি একটি ঘনবসতিপূর্ণ জায়গায় অবস্থিত। গত কয়েকদিন ধরেই বহুতলটির পাশে একটি নির্মাণের কাজ হচ্ছিল। সে কারণে পুরনো বহুতল ভবনটি ভেঙে পড়তে পারে। ভেঙে পড়া বহুতল ভবনটির নিচে আরও কয়েকজন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।