ধূমপান নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৩৩
ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে ধূমপান করা নিয়ে শিক্ষার্থী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর দুই গ্রুপের ৩৩ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার (৫ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুন্সি প্রেমচাঁদ হোস্টেলে কিছু ছাত্রের ধূমপান করা নিয়ে নিরাপত্তারক্ষীরা আপত্তি জানালে সংঘর্ষের সূত্রপাত হয়।
আরও পড়ুন>চীনে ভূমিধসে নিহত ১৪
তিনি বলেন, রোববার সকালের দিকে দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩৩ জনকে আটক করা হয়েছে। পুলিশ দুই পক্ষ থেকেই অভিযোগ পেয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়।
এই কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে শিক্ষার্থীদের পাশাপাশি নিরাপত্তারক্ষীও রয়েছে।
মুখপাত্র আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার তদন্ত করছেন। তবে আরও কিছু অভিযুক্তকে হেফজতে নেওয়া হতে পারে।
আরও পড়ুন>কেমন আছেন করমন্ডল এক্সপ্রেসের দুই চালক?
এদিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অনেককেই লাঠি হাতে ভাঙচুর চালাতে দেখা যায়।
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বিক্ষোভে উত্তাল পাকিস্তান, নিহত ৬, দেখামাত্র গুলির নির্দেশ
- ২ প্রথমদিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর বাড়তি শুল্ক বসাবেন ট্রাম্প
- ৩ চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির
- ৪ লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে ৩১ জন নিহত
- ৫ রাশিয়ার পক্ষে ছিলেন মেরকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও