আঞ্চলিক নির্বাচনে ভরাডুবি
আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা স্প্যানিশ প্রধানমন্ত্রীর
আঞ্চলিক নির্বাচনে ক্ষমতাসীন দলের ভরাডুবি দেখে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সোমবার (২৯ মে) তিনি বলেছেন, পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়টি এরই মধ্যে রাজা ষষ্ঠ ফিলিপকে জানানো হয়েছে। আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে স্পেনের জাতীয় নির্বাচন।
এর মাত্র একদিন আগেই স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয় সানচেজের দল স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) এবং এর শরিক পডেমসের। বিপরীতে, অভাবনীয় সাফল্য পায় রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) এবং কট্টর ডানপন্থি দল ভক্স।
আরও পড়ুন>> ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে স্পেনের সংসদে বিল উত্থাপন
নির্বাচনে পিপি ভোট পেয়েছে ৩১ দশমিক ৫ শতাংশ এবং সোশ্যালিস্টরা পেয়েছে ২৮ দশমিক ২ শতাংশ। অর্থাৎ, ২০১৯ সালের নির্বাচনের তুলনায় নয় শতাংশ পয়েন্ট বেশি ভোট পেয়েছে রক্ষণশীলরা এবং ১ দশমিক ২ শতাংশ পয়েন্ট ভোট হারিয়েছে পিএসওই।
মূলত মধ্যপন্থি সিটিজেনস পার্টির পতনে লাভ হয়েছে বামপন্থিদের। ভোট অনুষ্ঠিত হওয়া ১২টি অঞ্চলের মধ্যে সাতটিতেই জিতেছে পিপি। ভ্যালেন্সিয়া, আরাগন, লা রিওজার মতো বেশ কয়েকটি অঞ্চলে আধিপত্য দেখিয়েছে তারা, যা আগে পিএসওইর দখলে ছিল।
আরও পড়ুন>> স্পেনের মেডিকেল শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ভিসা দেবে বাংলাদেশ
বলা হয়, স্পেনে জাতীয় নির্বাচনে কী হবে, তার আভাস পাওয়া যায় আঞ্চলিক নির্বাচনে। সে জন্যই আগাম নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। যদিও এর আগে সরকারের চার বছরের মেয়াদ পূর্ণ করেই নির্বাচন দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন>> মাদ্রিদে মসজিদকেন্দ্রিক সেবা কার্যক্রমে প্রশংসিত বাংলাদেশিরা
সোমবার টেলিভিশনে প্রচারিত ভাষণে পেদ্রো সানচেজ বলেন, গতকালের নির্বাচনের ফলাফল দেখে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। যদিও এটি ছিল স্থানীয় ও আঞ্চলিক নির্বাচন, কিন্তু ফলাফল এর বাইরেও বার্তা দেয়। এ কারণে প্রধানমন্ত্রী এবং পিএসওইর মহাসচিব হিসেবে আমি ব্যক্তিগতভাবে এই ফলাফলের দায়ভার নিচ্ছি।
আগাম নির্বাচনের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলীয় নেতা আলবার্তো নুনেজ ফেইজো। পিপি’কে ‘পরিষ্কার সংখ্যাগরিষ্ঠাতা’ দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যত তাড়াতাড়ি (নির্বাচন) হবে, তত ভালো।
সূত্র: রয়টার্স, আল-জাজিরা
কেএএ/