ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন

বিয়ের অনুষ্ঠানের আগে ভোট দিলো বর-কনে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২৮ মে ২০২৩

তুরস্কে চলছে প্রেসিডেন্ট নির্বাচন। এতে এরই মধ্যে ভোট দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও তার প্রতিদ্বন্দ্বী কিলিচদারগলু। তবে সব কিছু ছাপিয়ে দেশটিতে এবার আলোচনায় এসেছেন এক বর ও কনে। কারণ বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে তারা নিজেদের ভোট দিতে কেন্দ্রে গেছেন। ভোটও দিয়েছেন বিয়ের পোশাক পড়ে। খবর আল-জাজিরার।

জানা গেছে, কনের নাম ওজে কোবান। তার বয়স ২৩ বছর। বরের নাম ইসমাইল কোবান। তার বয়স ২৪ বছর। তারা তাদের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে দুজসের একটি ভোটকেন্দ্রে ভোট দেন।

আরও পড়ুন>এরদোয়ানের জয় নিয়ে আত্মবিশ্বাসী সমর্থকরা

তুরস্কে দ্বিতীয় ধাপে চলছে প্রেসিডেন্ট নির্বাচন। রোববার (২৮ মে) তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলার কথা বিকেল ৫টা পর্যন্ত।

দেশটিতে প্রথম ধাপে নির্বাচন হয়েছে ১৪ মে। কিন্তু তখন কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে পারেনি। তাই দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রোববার (২৮ মে)।

আরও পড়ুন> তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন: বাড়ি থেকে ভোট দিচ্ছেন অসুস্থরা

এদিকে ইস্তাম্বুলে এরদোয়ানের সমর্থকরা তৃতীয় মেয়াদে তার জয় নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী।

মুরাত সার্ক নামের একজন জানিয়েছেন, এরদোয়ান প্রথম ধাপে সবাইকে অবাক করে দিয়েছেন। আমি মনে করি এবার তিনি সহজেই ৫৫ শতাংশের বেশি ভোট নিয়ে জয়ী হবেন।

এমএসএম