ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইমরান খানের শরীরে অ্যালকোহল পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৭ মে ২০২৩

সমস্যা যেনো কিছুতেই পিছু ছাড়ছে না ইমরান খানের। এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক পরীক্ষায় বেরিয়েছে তিনি অ্যালকোহল পান করেন। এই দাবি করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির প্যাটেল।

দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেফতার করার পর তার শারীরিক পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্টেই তার শরীরে অ্যালকোহলের উপস্থিতির প্রমাণ মিলেছে। শুক্রবার (২৬ মে) আব্দুল কাদির এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন>দলে পদত্যাগের হিড়িক, ঘরে ‘সংযোগবিচ্ছিন্ন’ ইমরান খান

আব্দুল কাদির জানান, ইসলামাবাদের ‘পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’-এর ৫ জন চিকিৎসকের প্যানেল ইমরানের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল। সেখানে ইমরানের প্রস্রাবের নমুনা নেওয়া হয়। তাতেই পাওয়া যায় শরীরে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি। সেই বিষাক্ত রাসায়নিক হলো অ্যালকোহলসহ অন্য মাদক।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইমরানের মেডিকেল পরীক্ষার সব রিপোর্ট প্রকাশ্যে আনা হবে। তার দাবি, এ কারণেই ইমরান মানসিক ভারসাম্য হারিয়েছেন।

আরও পড়ুন>গ্রেফতারের ভয়ে গাড়ি থেকে নেমে দৌড় পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রীর

গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকেই গ্রেফতার করা হয় ইমরানকে। তার গ্রেফতারি ঘিরে পাকিস্তানজুড়ে সহিংসতা তৈরি হয়। পথে নেমে নেতার গ্রেফতারির বিরোধিতা করতে শুরু করেন পিটিআই সমর্থকরা। পরে অবশ্য জামিন পান ইমরান। তাকে আপাতত কোনো মামলায় এখন গ্রেফতার করা যাবে না বলে রায়ও দিয়েছে আদালত।

এমএসএম