ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

স্বৈরতন্ত্রের তকমা প্রত্যাখ্যান করলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৫ মে ২০২৩

দুই দশক ধরে তুরস্কে ক্ষমতায় রয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এবারের নির্বাচনেও জয় পাওয়ার সম্ভাবনা তার। তাই বিভিন্ন জায়গা থেকে স্বৈরতন্ত্রের তকমা দেওয়া হচ্ছে তাকে, বিশেষ করে পশ্চিমা মিডিয়ায়। তবে এই দাবিকে প্রত্যাখ্যান করে এরদোয়ান বলেছেন, আমি যদি কর্তৃত্ববাদীই হতাম তাহলে তো প্রথম ধাপেই প্রেসিডেন্ট হতাম। খবর আনাদোলু এজেন্সির।

এরদোয়ান বলেন, নির্বাচনের রাতে আমাদের সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়ায় ছলনাময় মনস্তাত্ত্বিক অপারেশন চালানো হয়েছে। আমরা ব্যালট বাক্সের মাধ্যমে এই সব দাবি ছুড়ে ফেলে দিয়েছি। স্বৈরতন্ত্রের দাবিটি যে ভুয়া সেটি আমরা প্রমাণ করেছি।

আরও পড়ুন>রাতভর কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা

প্রেসিডেন্ট প্রশ্ন করে আরও বলেন, কোনো স্বৈরশাসক কী দ্বিতীয় ধাপ পর্যন্ত যায়? স্বৈরশাসকরা তো প্রথম ধাপেই কাজ শেষ করে ফেলে। যার অনেক উদাহরণ পৃথিবীতে আছে। আমরা মানুষের মন জয় করছি, স্বৈরতন্ত্র নয়।

এরদোয়ান বারবারই আন্তর্জাতিক মিডিয়ার সমালোচনা করেন। কারণ তারা নির্বাচনে জনমতের ওপর প্রভাব ফেলার চেষ্টা করেছে।

আরও পড়ুন>কূটনৈতিক সম্পর্কে বরফ গলছে কানাডা-সৌদির

দেশটিতে ২৮ মে হবে দ্বিতীয় দফায় নির্বাচন হবে। কারণ প্রথম ধাপে কোনা প্রার্থীই ৫০ শতংশ ভোট নিশ্চিত করতে পারেনি। তবে প্রথম ধাপে এগিয়ে আছেন এরদোয়ান।

এমএসএম