ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৬ মে ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ঘূর্ণিঝড় মোখা: মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৬০, নিখোঁজ শতাধিক
ঘূর্ণিঝড় মোখার আঘাতে বাংলাদেশে কোনো প্রাণহানি না হলেও প্রতিবেশী মিয়ানমারে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। স্থানীয় নেতা ও জান্তা-সমর্থিত মিডিয়ার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মিয়ানমারে মোখার আঘাতে প্রাণহানির সংখ্যা ৬০ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৭
পঞ্চায়েত নির্বাচনের আগে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর। মঙ্গলবার (১৬ মে) স্থানীয় একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও সাতজন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কারাগারে হামলার শিকার পি কে হালদার
কারাগারে সেলের ভেতর হামলার শিকার হয়েছেন বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অভিযুক্ত পি কে হালদার। সেটিও একবার নয়, দু’বার। মঙ্গলবার (১৬ মে) কলকাতার নগর দায়রা আদালতে এই মর্মে পিটিশন দায়ের করেছেন ভুক্তভোগীর আইনজীবী বিশ্বজিৎ মান্না।

কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তার বিষয়ে যা বলছে যুক্তরাষ্ট্র
সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশের রাষ্ট্রদূতের ওপর থেকে অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। আনসার নিয়ে গঠিত নতুন আর্মড রেজিমেন্ট দিয়ে কূটনীতিকদের নিরাপত্তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১৫ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করা হয়।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হতাহত ৫
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোতে বন্দুক হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। এছাড়া আরও দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সোমবারের ওই হামলার পর নিউ মেক্সিকো শহরের সব স্কুল সাময়িক সময়ের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

আরব আমিরাতের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী
বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট। কনসাল্টিং ফার্ম নোম্যাড ক্যাপিটালিস্টের সূচক অনুযায়ী, চলতি বছর প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে আমিরাতের পাসপোর্ট। গত বছর আমিরাতের পাসপোর্ট এই তালিকায় ৩৫তম অবস্থানে ছিল। সেখান থেকে এক লাফে এবার একেবারে শীর্ষ স্থান অর্জন করেছে দেশটির পাসপোর্ট।

কিয়েভে রাশিয়ার শক্তিশালী হামলা
ইউক্রেনের রাজধানী কিয়েভে শক্তিশালী হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার সকালে কিয়েভে কয়েক দফা হামলা চালানো হয়েছে। ইউক্রেন বলছে, তারা ১৮টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে ছয়টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এ নিয়ে চলতি মাসে কিয়েভে আটবার হামলা চালানো হলো।

ইউক্রেনকে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেবে যুক্তরাজ্য
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। সোমবার (১৫ মে) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আকস্মিক যুক্তরাজ্য সফরের পর এ সিদ্ধান্তের কথা জানায় ব্রিটিশ কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ডে হোস্টেলে অগ্নিকাণ্ড, নিহত ১০
নিউজিল্যান্ডে একটি হোস্টেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। তাছাড়া এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

অস্ট্রিয়ায় ট্রেনের লাউডস্পিকারে হিটলারের বক্তৃতা, গ্রেফতার ২
ইউরোপের দেশ অস্ট্রিয়ার আন্তঃনগর একটি ট্রেনের লাউডস্পিকারে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের বক্তৃতা বাজানোর ঘটনা ঘটেছে। এতে স্তম্ভিত হয়ে পড়েন ট্রেনটির যাত্রীরা। এদিকে, হিটলারের বক্তৃতা বাজানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

কেএএ/এএসএম