ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অ্যাবেতে রাজা তৃতীয় চার্লস, রাজ্যাভিষেকের আনুষ্ঠানিকতা শুরু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০৬ মে ২০২৩

ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে পৌঁছেছেন রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসোর্ট ক্যামিলা। ইতোমধ্যেই তার রাজ্যাভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। এর আগে বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নেন তারা। গির্জার মূল অংশে প্রবেশের আগে রাজা তৃতীয় চার্লস গ্রেট ওয়েস্ট ডোর দিয়ে প্রবেশ করবেন। 

একটি মিনিবাসে করে কুইন কনসোর্ট ক্যামিলার স্বজনরা অনুষ্ঠানে অংশ নেন। ক্যামিলার ছেলে টম পার্কার বোলস, মেয়ে লরা লোপস এবং তার সাবেক স্বামী অ্যান্ড্রিউ অ্যাবেতে পৌঁছেছেন।

প্রিন্স অব ওয়েলস অ্যান্ড ক্যাথেরিন এবং প্রিন্সেস অব ওয়েলসও ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে পৌঁছেছেন। ৭০ বছর পর যুক্তরাজ্যে আবারও আয়োজিত হচ্ছে রাজ্যাভিষেক অনুষ্ঠান। স্থানীয় সময় শনিবার সকাল থেকেই শুরু হয় নানা আয়োজন। রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলাকে ঘোড়ার গাড়িতে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে নিয়ে যাওয়ার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আরও পড়ুন: রাজা তৃতীয় চার্লসের অভিষেকের আগে রাজতন্ত্রবিরোধী নেতা গ্রেফতার

বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও রাজার বাহন যে পথে যাবে, সেখানে এরই মধ্যে ভিড় করতে শুরু করেছেন হাজার হাজার দর্শনার্থী। প্রায় ১০০টি দেশের প্রধানের উপস্থিতি ঘিরে সেন্ট্রাল লন্ডনে থাকছে ব্যাপক নিরাপত্তা।

jagonews24.com

অভিষেক অনুষ্ঠান প্রায় দুই ঘণ্টা ধরে চলবে, যা সামনা সামনি বসে দেখবেন দুই হাজার তিনশ বিশেষ অতিথি। যার মধ্যে আছেন প্রিন্স হ্যারি, ডিউক অফ সাসেক্স। তিনি যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার একটি বাণিজ্যিক ফ্লাইটে এসে পৌঁছেছেন। প্রিন্স হ্যারির আত্মজীবনী প্রকাশিত হওয়ার পর এই প্রথম তাকে তার ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে জনসমক্ষে দেখা যাবে। ধারণা করা হচ্ছে, অভিষেক অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রিন্স হ্যারি আমেরিকায় ফিরে যাবেন। এই অভিষেক অনুষ্ঠানে থাকছেন না হ্যারির স্ত্রী মেগান।

রানি এলিজাবেথের মৃত্যুর পরে তার সন্তান চার্লস যুক্তরাজ্য ও আরও ১৪টি রাষ্ট্রের রাজার স্বীকৃতি পান গত সেপ্টেম্বরে। তার অভিষেক অনুষ্ঠান ঘিরে পরের কয়েক মাস ধরে চলে ব্যাপক পরিকল্পনা। যুক্তরাজ্যে সবশেষ রাজ্যাভিষেক অনুষ্ঠান হয়েছিল ১৯৫৩ সালে, যখন রানি দ্বিতীয় এলিজাবেথের মাথায় মুকুট পরানো হয়েছিল।

অভিষেকের আগ মুহূর্তে রাজাকে বেশ শান্তই মনে হয়েছে। কড়া নিরাপত্তাসহ ওয়েলসের প্রিন্স ও প্রিন্সেসকে নিয়ে মলে ঘুরে বেড়াতে দেখা গেছে তাকে। অভিষেক অনুষ্ঠান উদযাপনের জন্য কয়েক মাস ধরে ব্যাপক পরিকল্পনা করা হয়। ৪০তম এই অভিষেক ১০৬৬ সালের পর আবারো ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন: ৭০ বছর পর যুক্তরাজ্যে রাজ্যাভিষেক, ঐতিহাসিক দিনে ব্যাপক আয়োজন

অভিষেক অনুষ্ঠানের মূল দায়িত্ব পালন করবেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। অতিথি তালিকায় মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন থেকে শুরু করে আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও উপস্থাপক জুটি অ্যান্ট এবং ডেক।

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কি শুক্রবার বাকিংহাম প্যালেসে অভিষেকপূর্ব অনুষ্ঠানে প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিনের সঙ্গে দেখা করেন। এসময় চার্লসকে ইউক্রেনের ফার্স্ট লেডির সঙ্গে খোশপল্প করতে দেখা যায়। একই সঙ্গে তিনি ক্রাউন প্রিন্সেস অব ডেনমার্ক ম্যারির সঙ্গে হাত মেলান।

রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানের প্রধান বার্তা থাকবে তার প্রথম প্রার্থনায়ই। তিনি অ্যাবেতে পৌঁছে উচ্চারণ করবেন, ‘আমি সেবা পেতে নয় বরং দিতে এসেছি।’

টিটিএন