ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সন্তানকে নদীতে ছুড়ে ফেললেন মা, প্রাণ বাঁচালেন সাহসী যুবক

পশ্চিমবঙ্গ প্রতিনিধি | প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০২ মে ২০২৩

কোলের সন্তানকে ভাগীরথী নদীতে ছুঁড়ে ফেললেন মা। পরে নিজেও ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। তবে কপাল ভালো! দুজনকেই প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে। এ ঘটনায় হইচই পড়ে গেছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে।

জানা গেছে, সোমবার (১ মে) ভাগীরথী নদীর তীরে মন্দির পরিষ্কারের কাজ চলছিল। কাজ করার সময় দুই-তিন যুবক দেখতে পান, সেতুর ওপর থেকে এক নারী নদীতে কী যেন একটা ফেললেন। খেয়াল করতেই তারা দেখেন, পানিতে একটি শিশু ভাসছে।

আরও পড়ুন>> স্কেটিং করে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আসছে ১০ বছরের বালক

সঙ্গে সঙ্গে এক যুবক নদীতে ঝাঁপ দেন। দ্রুত সাঁতার কেটে শিশুটিকে নদী থেকে জীবন্ত তুলে আনেন তিনি।

পরক্ষণেই নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন দেখতে পান, সেতুর ওপর থেকে সেই নারী ঝাঁপ দিতে উদ্যত হচ্ছেন। এসময় এক যুবক সেতুতে উঠে ওই নারীকে ধরে ফেলেন। ততক্ষণে আশপাশের লোকজনও জড়ো হয়ে যায়।

আরও পড়ুন>> পশ্চিমবঙ্গে স্কুলে অস্ত্রধারীর হানা, শিক্ষার্থীদের জিম্মির চেষ্টা

এ ঘটনায় শোরগোল পড়ে যায় ভাগীরথী নদীর পাড়ে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী ও তার সন্তানকে তাদের তুলে দেওয়া হয়। শিশুটিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই নারীর কথাবার্তা অসংলগ্ন। হতে পারে, তার মানসিক সমস্যা রয়েছে। তবে কী কারণে তিনি এই কাণ্ড ঘটালেন সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কেএএ/