ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৭ এপ্রিল ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার যুগান্তকারী পারমাণবিক অস্ত্র চুক্তি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইউল এক যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছেন। এর আওতায় দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। মূলত উত্তর কোরিয়াকে ঠেকাতেই দেশ দুইটি এই সিদ্ধান্ত নিয়েছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে যুক্ত করতেও রাজি হয়েছে ওয়াশিংটন।

উত্তর কোরিয়াকে উসকাতে নিষেধ করলো চীন
উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় ঐতিহাসিক একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। চুক্তি অনুসারে, দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। চুক্তির পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট ইউন সুক-ইউল ঘোষণা দিয়েছেন, পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে এর নেতৃত্বকে ‘শেষ’ করে দেওয়া হবে। এ অবস্থায় উত্তর কোরিয়ার পাশে দাঁড়িয়েছে মিত্র চীন।

চীনের সঙ্গে সীমান্ত চুক্তি চায় ভুটান, ভারত কি মানবে?
দু’পাশে দুই বৃহৎ প্রতিবেশী চীন ও ভারত, তার মাঝখানে ছোট্ট দেশ ভুটান। এমন ভৌগোলিক অবস্থান অনন্য হলেও এর জন্য হিমালয় সংলগ্ন দেশটিকে মূল্য দিতে হচ্ছে। যে দুটি দেশের সঙ্গে এখনো চীনের স্থল সীমান্ত বিরোধ নিষ্পত্তি হয়নি তার একটি ভুটান, অন্যটি ভারত। ভারতের সঙ্গে চীনের সীমান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছে।

পুনর্নির্বাচন: ৮০ বছর বয়সে বাইডেন কি পারবেন?
বলা হয়, সময় কারও জন্য অপেক্ষা করে না। ৮০ বছর বয়সী জো বাইডেনের জন্যেও এটি সত্য। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পথে তার জন্য বড় বাধা হয়ে উঠতে পারে এই বয়স। বাইডেন গত মঙ্গলবার (২৫ এপ্রিল) ঘোষণা দিয়েছেন, তিনি আরও চার বছর হোয়াইট হাউসে দায়িত্ব পালন করতে চান। কিন্তু এনবিসি নিউজের সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, মার্কিন ভোটাররা এ নিয়ে সংশয়ে রয়েছেন।

ট্রাম্পের বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ
সম্প্রতি শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রেফতারও হন তিনি। আপাতত জামিনে মুক্ত। তবে এর মধ্যেই নতুন অস্বস্তি খবর পাওয়া গেছে। ফের ধর্ষণের অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন সাংবাদিক ও কলামিস্টের নাম ই জিন ক্যারল।

যুদ্ধবিরতির মাঝেও সুদানে দুই পক্ষের লড়াই অব্যাহত
সুদানে চলছে তিন দিনের যুদ্ধবিরতি। তারপরও দেশটির বেশ কিছু জায়গায় দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। গত ১৫ এপ্রিল সুদানের আর্মড ফোর্সেস (এসএএফ) এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এতে এখন পর্যন্ত চার শতাধিক নিহত হয়েছে।

যুদ্ধ শুরুর পর প্রথম শি-জেলেনস্কির ফোনালাপ
ইউক্রেনে রুশ অভিযানের পর এই প্রথম প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও চীনের নেতা শি জিনপিং এর মধ্যে টেলিফোনে সরাসরি কথা হলো। জেলেনস্কি বলেছেন, এটি ছিল একটি দীর্ঘ ও অর্থপূর্ণ আলাপ। অন্যদিকে প্রেসিডেন্ট শি জোর দিয়ে বলেছেন, বেইজিং সবসময়ই শান্তির পক্ষে। ‘সংলাপ ও আলোচনাই’ সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র পথ।

চীনের সঙ্গে ইউয়ানে লেনদেন করবে আর্জেন্টিনা
চীন থেকে আমদানির ক্ষেত্রে ডলারের পরিবর্তে ইউয়ানে মূল্য পরিশোধ করতে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। ডলারের রিজার্ভ কমে যাওয়ায় দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এপ্রিলে এক বিলিয়ন ডলারের চীনা আমদানি ব্যয় মেটাতে ইউয়ান ব্যবহার করা হবে। পরে মাসিক ৭৯০ মিলিয়ন ডলারের আমদানি ব্যয়ও চীনা মুদ্রাটিতে করা হবে।

ঘুরে দাঁড়াচ্ছে ফেসবুক
মন্দার পর আয়ের দিক থেকে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করছে ফেসবুক। চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের চেয়ে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মূল কোম্পানি মেটার আয় বেড়েছে তিন শতাংশ। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত মাসে গড়ে তিন বিলিয়নেরও বেশি মানুষ প্রতিদিন এর অন্তত একটি অ্যাপ ব্যবহার করেছে, যা গত বছরের মার্চের চেয়ে পাঁচ শতাংশ বেশি।

পশ্চিমবঙ্গে স্বস্তির বৃষ্টি, অস্বর বজ্রপাতে নিহত ২
অবশেষে বৃষ্টি নামলো পশ্চিমবঙ্গে। তাতে এক ফুৎকারে উড়ে গেলো ভ্যাপসা গরম। স্বস্তির পরশ পেলো রাজ্যের মানুষ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে হয়েছে শিলাবৃষ্টিও। তবে স্বস্তির বৃষ্টির দিনে বজ্রপাতে প্রাণ গেছে দুই যুবকের।

কেএএ/জেআইএম