ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কলকাতায় আগুনে পুড়ে বাবা-ছেলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৩

পশ্চিমবঙ্গ প্রতিনিধি

দক্ষিণ কলকাতার একটি জুতার রঙ তৈরির কারখানায় লাগা ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মোহাম্মদ জসিম (৪৪) ও মোহাম্মদ আমির (২২) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। সম্পর্কে তারা বাবা-ছেলে।

স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে ৮০/৬ তপসিয়া রোড তিলজলা এলাকার ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন>> দাবদাহে জ্বলছে পশ্চিমবঙ্গ, তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই

আরও জানা যায়, দুর্ঘটনার সময় ওই কারখানার ভেতরেই ঘুমিয়ে ছিলেন জসিম ও তার দুই ছেলে। বুধবার (১২ এপ্রিল) গভীর রাত পর্যন্ত কাজ করে ঘুমাতে যান তারা। একপর্যায়ে আগুন ধরে গেলে কারখানায় আটকা পড়েন জসিম ও তার এক ছেলে আমির। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন>> জীবিত শিশুকে মৃত ঘোষণা দিলো হাসপাতাল

এ ঘটনায় গুরুতর আহত হন মোহাম্মদ জসিমের আরেক ছেলে। তাকে উদ্ধার করে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। 

এদিকে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী থেকে এ দুর্ঘটনার সূত্রপাত তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে তারা।

আরও পড়ুন>> প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকার বাবা-মাকে কুপিয়ে হত্যা

এসএএইচ