ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ফিরলেন ক্রুজ

প্রকাশিত: ০৪:৫১ এএম, ০৬ মার্চ ২০১৬

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের লড়াইয়ে ফিরে এলেন টেড ক্রুজ। শনিবার দেশটির পাঁচটি অঙ্গরাজ্যে প্রাথমিক নির্বাচনে ভোট হয়েছে। রিপাবলিকান দলের ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পকে ধরাশায়ী করে ক্যানসাস ও মেইনে রাজ্যে জয় পেয়েছেন  টেড ক্রুজ। তবে কেন্টাকি ও লুজিয়ানায় এগিয়ে আছেন  ডোনাল্ড ট্রাম্প।

শনিবার লুজিয়ানা, নেবরাস্কা, কানসাস, কেন্টাকি, মেইনে ও ককাসে  প্রাথমিক নির্বাচনে অংশ নেয় রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দলের মনোনয়নপ্রত্যাশীরা। রিপাবলিকানরা চারটি রাজ্যে এবং ডেমোক্র্যাটরা তিনটি রাজ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অংশ নিয়েছিল।

লুজিয়ানায় হিলারি ক্লিনটন বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি ৬৯ দশমিক ৯ ভাগ ভোট পেয়েছেন। কিন্তু নেবরাস্কা ও ক্যানসাসে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স।  

আগামী ১৫ই মার্চ আরও পাঁচটি অঙ্গরাজ্যে ভোট হওয়ার কথা রয়েছে।

টিটিএন/এমএস