রমজান চলছে, মুসলিমদের ওপর যেন অত্যাচার না হয়: মমতা
পশ্চিমবঙ্গ প্রতিনিধি:
রমজান মাস চলছে। হিন্দু ভাই-বোনদের বলবো, মুসলিমদের ওপর যেন কোনো অত্যাচার না হয়। গ্রামে-গ্রামে, জেলায়-জেলায় তাদের নিরাপত্তা দেবেন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আগে সোমবার (৩ এপ্রিল) পূর্ব মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে গিয়ে এসব কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
এদিন ডুমুরজলা স্টেডিয়ামে জনসভার মঞ্চ থেকে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) আরও একবার নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, মিছিলে বুলডোজার নিয়ে যাচ্ছে, বন্দুক নিয়ে নাচছে। ভারতীয় জনতা পার্টির আমলে দেখছি দাঙ্গাবাজি। কেন রামনবমীর মিছিল পাঁচ দিন হবে? মিছিল করছে অনুমতি না দেওয়া সত্ত্বেও। এত রাস্তা আছে, তা সত্ত্বেও এই অঞ্চলে ওই অঞ্চলে ঢুকে যাচ্ছে।
আরও পড়ুন>> ‘কীসের ভয়ে’ দিল্লির বদলে কলকাতায় ধরনায় বসলেন মমতা?
মমতা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। ৬ এপ্রিল হনুমান জয়ন্তী। তারিখটা মনে রাখবেন। আমি প্রসাশনকে সতর্ক করবো, ওরা যেন দাঙ্গার নামে কোন প্ল্যান করতে না পারে। এটি মাথায় রাখবেন। আর ইয়াং জেনারেশন একটু এগিয়ে আসুন। আপনাদের মধ্যে আমরা গান্ধীজি, মাতঙ্গিনী, বিদ্যাসাগরকে দেখতে পাই। যারা আমাদের মাতৃভাষা শিখিয়েছে। আপনারা পারবেন না দাঙ্গাবাজদের রুখতে, গুণ্ডাদের রুখতে?
আরও পড়ুন>> টাকা আছে, খরচ করতে পারছে না পশ্চিমবঙ্গ
এদিন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি ইঙ্গিত করে তৃণমূল সুপ্রিমো বলেন, আমি যতদিন বাঁচবো, ততদিন আন্দোলন করে যাবো। আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আজ যারা বড় বড় কথা বলে, তাদের কিছু বলবো না। এর জবাব মানুষ দেবে। নন্দীগ্রামে ছেলে-মেয়েদের জেলে পাঠিয়েছে। খেজুরির ছেলে-মেয়েদের জেলে পাঠিয়েছে। ১৪ মার্চ গুলির ঘটনার পর আমি এসেছিলাম এখানে, তখন গাদ্দাররা ঘরে ঢুকেছিল।
কেএএ/
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার