যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ইফতারি কিনতে পারবেন কলকাতায়
ধৃমল দও, কলকাতা:
শনিবার (১ এপ্রিল) পবিত্র রমজান মাসের নবম দিন। এরই মধ্যে বিভিন্ন ধরনের খাবারের পসরায় সেজে উঠেছে কলকাতার ইফতারি বাজার।
কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকা ছাড়াও বিভিন্ন অলিগলির ছোট দোকান থেকে শুরু করে রাজপথের ফুটপাতে গড়ে উঠেছে অস্থায়ী বিভিন্ন ধরনের ইফতারের দোকান।
তবে মূল্যবৃদ্ধির মধ্যে কলকাতার ইফতারি বাজার একটু অন্য রকম। এর উল্লেখযোগ্য বিষয় হলো এখানে এক সঙ্গে বেশি খাবার কিনতে না পারলে এক পিসও কেনা যায়। ১ পিস পেঁপে বা আপেল, কলা ছাড়াও তরমুজের মত ফল প্রয়োজন অনুযায়ী কেটে বিক্রি করছেন দোকানিরা।
কলকাতার নিউমার্কেট এলাকা ছাড়াও আশেপাশের অঞ্চলে ৬-৭ ধরনের ফল কেটে মিশিয়ে একত্রিত করে ছোট ছোট কাগজের বা গাছের পাতার বাটিতে করে বিক্রি করা হয়। যার দাম প্রতি বাটি ৩০ রুপি থেকে ৫০ রুপি। তবে দাম যত বাড়বে ফলের রকমারি তত বাড়বে।
খেজুর ৬-৭ পিস বা ১০০ গ্রাম কেনা যায়। ৬-৭ পিস খেজুরের দাম ১৫ থেকে ২০ রুপি। এছাড়াও আলুর চপ, বেগুনি, পিঁয়াজুর দাম নাগালের মধ্যে রয়েছে। এক্ষেত্রে প্রতি পিস ৫-৬ রুপি। চাইলে জিলাপি ২০ থেকে ৩০ রুপির কেনা যাবে।
দিনমজুর বা যারা কাজের জন্য আসেন তাদের জন্য কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় ইফতারের বিশেষ প্যাকেট পাওয়া যায়। যার মূল্য ১০০ থেকে ১৫০ রুপি।
নিউমার্কেটের ফল বিক্রেতা মোহাম্মদ জামিল বলেন, এখনো বেচাকেনার বাজারটা ভালো না, তবে ১৬-১৭ রোজার পর এই বিক্রির গতিটা বাড়বে অনেকটাই। কারণ এই সময়টায় বাংলাদেশি পর্যটকরা বেশি সংখ্যক আসতে শুরু করে।
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার