ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

গৌতম আদানি কি আগের অবস্থানে ফিরতে পারবেন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২২ মার্চ ২০২৩

হিন্ডেনবার্গের এক প্রতিবেদনে লন্ডভন্ড হয়ে যায় ভারতের শীর্ষ ধনকুবের গৌতম আদানির সাম্রাজ্য। প্রতিবেদনটি প্রকাশের পর জানুয়ারি ও ফেব্রুয়ারির শুরুর দিকে আদানি গ্রুপ সমন্বিতভাবে ১৫০ বিলিয়ন ডলার হারায়। এরপর বেশ কিছু প্রশ্ন সামনে আসে। তার মধ্যে অন্যতম হলো ভারতের ব্যাংক ও ইন্স্যুরেন্সের ওপর কী ধরনের প্রভাব পড়বে বা পুরো ভারতের অর্থনীতিতেই এই অসুখ ছড়িয়ে পড়বে কি না। তাছাড়া আদানি গ্রুপের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা দেশটির সরকার তদন্ত করবে কি না। তবে বিভিন্ন ধরনের প্রতারণা ও শেয়ারবাজারের কারসাজির অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন আদানি।

দেড় মাসের বেশি সময় হতে চলেছে সংকটের। প্রথম দুইটি প্রশ্নের ক্ষেত্রে ভারতের অবস্থান সন্তোষজনক। তৃতীয়টির উত্তর কম সুনির্দিষ্ট ও কিছুটা কম গঠনমূলক। যদিও এখন এসব প্রশ্ন ছাপিয়ে অন্য বিষয় সামনে এসেছে। গৌতম আদানি আগের অবস্থানে ফিরতে পারবে কি না সেটাই এখন কৌতূহলের বিষয়।

আরও পড়ুন>আদানি গ্রুপের ভবিষ্যৎ কী?

গত মাসেই আদানির ব্যবসা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বর্তমানে আদানি গ্রুপের বাজার মূল্য ১১০ বিলিয়ন ডলারে উঠে এসেছে, যা কমে দাঁড়িয়ে ছিল ৮২ বিলিয়ন ডলারে। ২৭ ফেব্রুয়ারি চরম দুরবস্থা থেকে আদানি এন্টারপ্রাইজ ৫৪ শতাংশ ঘুরে দাঁড়িয়েছে। গোষ্ঠীটির বন্ডের ক্ষেত্রেও কিছুটা স্বস্তি দেখা গেছে।

আদানি গ্রুপের ভাগ্যের বড় মোড় আসে মার্চের শুরুর দিকে। কারণ এ সময় জিকিউজি পার্টনার নামের একটি কোম্পানি এক দশমিক নয় বিলিয়ন ডলারের শেয়ার কিনে নেয়। জিকিউজি এর কর্ণধার রাজিব জেইন বলেন, বাজারে বেশি সুবিধা করতে পারছে না আদানির কোম্পানি। তবে আদানি গ্রুপের কার্যক্রম ও ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতার প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন>এবার এশিয়ার শীর্ষ ধনীর তকমা হারালেন আদানি, আবারও শীর্ষে আম্বানি

সর্বোপরি অর্থনৈতিক কার্যক্রমে ব্যাপক পরিবর্তন সংঘটিত হচ্ছে। আদানি গ্রুপও ঘুরে দাঁড়াতে প্রচেষ্টা চালাচ্ছে। জেইন বলেছেন, বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে আদানির কোম্পানিতে জিকিউজি এর শেয়ার মূল্য বাড়বে। তাছাড়া বিনিয়োগকারীদের আস্থাও বাড়তে শুরু করেছে। বলা হয়েছে, ভারতের অর্থনীতি বর্তমান গতিতে চললে আদানির ব্যবসায়ও গতি ফিরবে। বিশেষ করে বন্দর ব্যবসায়।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী, গৌতম আদানির বর্তমান সম্পত্তির পরিমাণ ৫৭ দশমিক দুই বিলিয়ন ডলার। সম্প্রতি তার সম্পত্তি কমে দাঁড়িয়ে ছিল ৪০ বিলিয়ন ডলারের কাছাকাছি। হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশের আগে তার সম্পত্তির পরিমাণ ছিল ১২০ বিলিয়ন ডলার।

গত ২৪ জানুয়ারি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। এতে ‘করপোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজ’ আখ্যা দিয়ে আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজি, আর্থিক জালিয়াতির মতো গুরুতর অভিযোগ তোলা হয়।

এমএসএম