ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কলকাতায় সোনার দাম কত?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২২ মার্চ ২০২৩

পশ্চিমবঙ্গ প্রতিনিধি: 

ভারতীয় উপমহাদেশে সোনার গহনা পছন্দ করেন না, এমন নারী খুঁজে পাওয়া ভার। বিয়ের মৌসুম এলেই বাজারে সোনার গহনার চাহিদা বেড়ে যায় আরও বেশি। অনেকে নিরাপদ সম্পদ হিসেবেও সোনায় বিনিয়োগ করে থাকেন। এসবের প্রভাবে নিত্য ওঠানামা করে সোনার দাম। তার ওপর রয়েছে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি আর ডলারের দামের পার্থক্যও।

বর্তমানে গোটা ভারতের মতো কলকাতায় সোনা ও রুপার দাম কয়েক মাস আগের তুলনায় কিছুটা বেশি। বুধবার (২২ মার্চ) স্থানীয় বাজারে পাকা সোনা (২৪ ক্যারেট) ১০ গ্রামের দাম ৫৯ হাজার ৮০০ রুপি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭৭ হাজার ৪২২ টাকা প্রায়।

এছাড়া ২২ ক্যারেট গহনার সোনা ১০ গ্রামের দাম ৫৬ হাজার ৭৫০ রুপি (৭৩ হাজার ৪৭৩ টাকা প্রায়), হলমার্ক সোনা (২২ ক্যারেট) ১০ গ্রামের দাম ৫৭ হাজার ৬০০ রুপি (৭৪ হাজার ৫৭৩ টাকা প্রায়)।

আরও পড়ুন>> বাংলাদেশে সোনার দাম দুবাই-পাকিস্তানের চেয়ে বেশি!

আগের দিনের তুলনায় বুধবার কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে এক হাজার রুপি, ২২ ক্যারেট গহনা সোনার দাম কমেছে ৯৫০ রুপি, হলমার্ক সোনার দামও কমেছে ৯৫০ রুপি।

jagonews24

দেখে নেওয়া যাক রুপার দাম কত? বুধবার কলকাতায় রুপার বাট প্রতি কেজির দাম ৬৮ হাজার ৫০০ রুপি। খুচরা রুপা প্রতি কেজি ৬৮ হাজার ৬০০ রুপি। এদিন দু’ধরনের রুপার দামই কমেছে ৩০০ রুপি করে।

আরও পড়ুন>> ইতিহাস গড়ে সোনার দাম লাখ টাকা ছুঁই ছুঁই

তবে সপ্তাহখানেক আগেও কলকাতার বাজারে সোনার দাম ছিল অনেকটাই কম।

গত ১৪ মার্চ শহরে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫৭ হাজার ৪৫০, ২২ ক্যারেট গহনা সোনা ৫৪ হাজার ৫০০ রুপি এবং হলমার্ক সোনার দাম ছিল ৫৫ হাজার ৩০০ রুপি।

অর্থাৎ এক সপ্তাহে কলকাতায় সোনার দাম (১০ গ্রাম) বেড়েছে গড়ে ২ হাজার ২০০ রুপির বেশি।

আরও পড়ুন>> সোনার দাম: ৭৬৯৮ টাকা বেড়ে তিনদিন পর কমলো ১১৬৬ টাকা

কেএএ/