ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মার্কিন ড্রোন ভূপাতিত করার ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১৬ মার্চ ২০২৩

সম্প্রতি কৃষ্ণসাগরে একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের দাবি, অনিরাপদভাবে মার্কিন ওই ড্রোন ভূপাতিত করে রুশ যুদ্ধবিমান। খরব আল-জাজিরার।

প্রকাশিত ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, মার্কিন ড্রোন এমকিউ-৯ এর পেছন থেকে উড়ে আসছে রাশিয়ান সু-২৭ বিমান। এরপর যুদ্ধবিমানটি ড্রোনটিকে লক্ষ্য করে তেল নিক্ষেপ করে। এতেই ড্রোনটি ধ্বংস হয়।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার যুদ্ধবিমান ড্রোনটির ওপর জ্বালানি ঢেলে দেয় এবং এর প্রপেলারে আঘাত করে।

তবে চালকবিহীন ড্রোনটিকে ইচ্ছাকৃতভাবে ধ্বংসের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

এমন পরিস্থিতির মধ্যেই চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে সামরিক মহড়া শুরু করেছে। এই মহড়া চলবে পাঁচদিন। নৌ নিরাপত্তা সমৃদ্ধ করতেই এই পদক্ষেপ তাদের।

‘সিকিউরিটি বন্ড-২০২৩’ নামের এই মহড়া ওমান উপ-সাগরে ১৫ মার্চ শুরু হয়েছে, যা শেষ হবে ১৯ মার্চ। তাছাড়া এই মহড়ায় আরও কিছু দেশ যোগ দিচ্ছে বলেও জানানো হয়।

এমএসএম