ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইমরান খানকে গ্রেফতারের চেষ্টা

সমর্থকদের কঠিন প্রতিরোধে পিছু হটলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৫ মার্চ ২০২৩

টানা দু’দিন চেষ্টা করেও ইমরান খানকে গ্রেফতার করতে পারেনি পাকিস্তানি পুলিশ ও রেঞ্জার্সের যৌথ দল। সমর্থকদের বাধার দেওয়াল ভাঙতে ব্যর্থ হয়ে শেষপর্যন্ত পিছু হটেছে নিরাপত্তা বাহিনী। এর পরপরই উল্লাসে মেতে ওঠেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। খবর ডনের।

বুধবার (১৫ মার্চ) দুপুরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিওতে ইমরান খানের জামান পার্কের বাড়ির সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনী সরে যাওয়ার পর পিটিআই কর্মীদের বাঁধভাঙা উল্লাস দেখা গেছে।

এর আগে, বুধবার সকালে পুলিশ ও রেঞ্জার্সদের যৌথ দল সাঁজোয়া যান নিয়ে আরও আক্রমণাত্মকভাবে ইমরান খানের বাড়িতে ঢোকার চেষ্টা চালায়। কিন্তু পিটিআই কর্মীদের প্রবল বাধার মুখে ব্যর্থ হয় তারা। বাঁধে তুমুল সংঘর্ষ। এসময় পিটিআই কর্মীরা নিরাপত্তা বাহিনীর দিকে ইট-পাথর নিক্ষেপ করে। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান-টিয়ারগ্যাসের পাশাপাশি পুলিশ গুলিও চালিয়েছে বলে অভিযোগ করেছে পিটিআই।

তবে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার দুপুরের দিকে ইমরান খানের জামান পার্কের বাড়ির কাছ থেকে পিছু হটেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এটিকে বিজয় হিসেবে ধরে নিয়ে উৎসবে মেতে ওঠেন পিটিআই কর্মীরা।

টুইটারে পিটিআই জানিয়েছে, দলের আরও কর্মী জামান পার্কে পৌঁছাচ্ছেন। ক্ষমতাসীন সরকারের ‘কুমতলব’ সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

দলটির শেয়ার করা পৃথক এক ভিডিওতে ইমরান খানকে গ্যাসমাস্ক পরা অবস্থায় বাড়ির সীমানার ভেতর দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

সাবেক এ প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, পুলিশের আসল উদ্দেশ্য তাকে অপহরণ ও হত্যা করা। এর জন্যই গ্রেফতারের নাটক সাজানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। এটি প্রতিরোধে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন ৭০ বছর বয়সী এ নেতা।

জানা গেছে, তোশাখানা মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে ইমরান খানকে গ্রেফতার করতে গেছে পুলিশ। তার বিরুদ্ধে চলমান চারটি মামলার মধ্যে কেবল এই একটিতেই গ্রেফতারি পরোয়ানা বাতিল হয়নি।

ইমরান খানকে গ্রেফতারের জন্য ইসলামাবাদ পুলিশের একটি দল সোমবার থেকেই লাহোরে রয়েছে। তবে পিটিআই চেয়ারম্যানের গ্রেফতার ঠেকাতে তার জামান পার্কের বাড়ি ঘিরে রাখে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। তারা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করলে পুলিশও টিয়ারগ্যাস ছোড়ে। এরপরও ভেতরে যেতে না পারায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য ডাকা হয়। সৃষ্টি হয় চরম উত্তেজনা।</p

>

বুধবার দুপুরে পিটিআই’র পক্ষ থেকে দাবি করা হয়, ইমরানের জামান পার্কের বাড়িটি ‘তীব্র আক্রমণের মুখে’ রয়েছে। দলীয় কর্মীদের ওপর গুলি ছুড়তে শুরু করেছে পুলিশ। এর সপক্ষে একটি ভিডিও শেয়ার করেছে পিটিআই, যদিও এটি আজকের কি না তাৎক্ষণিকভাবে তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে ভিডিওটি শেয়ার করে পুলিশের এমন পদক্ষেপ ঠেকাতে সব সমর্থককে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আহ্বান জানায় দলটি।

এছাড়া ইমরান খান টুইটারে গুলির খোসার ছবি ও ভিডিও শেয়ার করে অভিযোগ করেছেন, পুলিশের ‘গ্রেফতার’ দাবিটি নাটক তা পরিষ্কার। টিয়ারগ্যাস ও জলকামানের পর তারা এখন সরাসরি গুলি চালাচ্ছে।

তিনি বলেছেন, ‍আমি গত সন্ধ্যায় একটি জামিন বন্ডে সই করেছি। কিন্তু ডিআইজি তা গ্রহণ করতেও অস্বীকার করেছেন। তাদের অসৎ উদ্দেশ্য নিয়ে আর কোনো সন্দেহ নেই। পুলিশের আসল উদ্দেশ্য (ইমরানকে) অপহরণ ও হত্যা করা।

এর আগে, মঙ্গলবার এক ভিডিওবার্তায় ইমরান খান বলেন, তারা ভাবছে আমি গ্রেফতার হলে জাতি ঘুমিয়ে পড়বে। আপনাদেরই তাদের ভুল প্রমাণ করতে হবে।

জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমার যদি কিছু হয় এবং আমাকে জেলে পাঠানো হয় বা আমাকে হত্যা করা হয়, তবে আপনাদের প্রমাণ করতে হবে, আপনারা ইমরান খানকে ছাড়াই সংগ্রাম করবেন এবং এই চোরদের দাসত্ব মেনে নেবেন না।

ইমরান খান অভিযোগ করেছেন, তাকে গ্রেফতারের এই প্রচেষ্টা ‘লন্ডন পরিকল্পনা’র অংশ। তিনি বলেন, এটি লন্ডন পরিকল্পনার অংশ। ইমরানকে কারাগারে ঢোকাতে, পিটিআই’র পতন ঘটাতে এবং নওয়াজ শরিফের বিরুদ্ধে সব মামলা শেষ করতে সেখানে একটি চুক্তি হয়েছে।

সূত্র: ডন, জিও নিউজ
কেএএ/