বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছিল ২ কোটি টাকার সোনা
পশ্চিমবঙ্গ প্রতিনিধি:
বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত থেকে উদ্ধার হলো প্রায় দুই কোটি টাকার সোনার বিস্কুট। সেগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। বৃহস্পতিবার (৯ মার্চ) পশ্চিমবঙ্গের জয়ন্তীপুর সীমান্ত এলাকা থেকে সোনার বিস্কুটগুলোসহ দু’জনকে আটক করেছে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ।
জানা জায়, উদ্ধার ২২টি সোনার বিস্কুটের মোট ওজন ২ কেজি ৫৬৬ গ্ৰাম। এগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা প্রায়)।
সোনা পাচারের বিষয়ে আগে থেকেই খবর ছিল বিএসএফের কাছে। সেই মোতাবেক পাচারকারীদের ধরতে বৃহস্পতিবার সকাল থেকেই জয়ন্তীপুর সীমান্তে ওঁৎ পেতে বসে থাকনে বিএসএফ জওয়ানরা। কিছুক্ষণ পরেই তারা দেখেন, বাংলাদেশের দিক থেকে এক ব্যক্তি সীমান্তের কাঁটাতারের দিকে এগিয়ে আসছেন।
জওয়ানরা তাকে থামতে বললে ওই লোক কাঁটাতারের ওপর দিয়ে একটি প্যাকেট ছুড়ে ফের বাংলাদেশের দিকে পালিয়ে যায়। এরপর জাওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে একটি প্যাকেটসহ দুই ব্যক্তিকে আটক করেন।
ওই প্যকেটে ২২টি সোনার বিস্কুট ছিল। পরে আটক দুই ব্যক্তিকে জয়ন্তীপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
কেএএ/