টাটা গ্রুপের বিসলেরি কেনা থমকে গেছে ‘অর্থাভাবে’?
ভারতের অন্যতম বৃহত্তম বোতলজাত পানি প্রস্তুতকারক বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। কয়েক মাস আগে বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিল, বিসলেরির অধিকাংশ মালিকানা কিনে নিতে চলেছে আরেক ভারতীয় জায়ান্ট টাটা গ্রুপ। কিন্তু সেই প্রক্রিয়া থমকে গেছে। কারণ, দাম নির্ধারণ নিয়ে একমত হতে পারছে না দু’পক্ষ। বুধবার (১ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ কথা জানিয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিসলেরি কেনার আলোচনায় অনেক দূর এগিয়েছিল টাটা গ্রুপ। এমনকি, ট্রানজেকশন কাঠামো চূড়ান্ত করার কাজও শুরু করে দিয়েছিল দু’পক্ষ।
নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, টাটা গ্রুপের কাছ থেকে ১০০ কোটি মার্কিন ডলার দাম পাওয়ার আশা করছিলেন বিসলেরির মালিক। তবে তাতে রাজি হয়নি টাটা গ্রুপ। এ নিয়ে একমত হতে না পারায় পরবর্তীতে আলোচনা থমকে যায়।
আরও পড়ুন>> যে কারণে বিয়ে করেননি রতন টাটা
সূত্র জানিয়েছে, টাটা গ্রুপ ও বিসলেরির মধ্যে আলোচনা ফের শুরু হতে পারে। আবার সম্ভাব্য অন্য ক্রেতারও উদয় ঘটতে পারে।
এ বিষয়ে টাটা ও বিসলেরির পক্ষ থেকে কেউ মন্তব্য করতে রাজি হননি।
বিসলেরি বেশ প্রাচীন একটি কোম্পানি। ১৯৪৯ সালে কোমল পানীয় প্রস্তুতকারক পার্লে গ্রুপ প্রতিষ্ঠা করেন শ্রী জয়ন্তীলাল চৌহান। ১৯৬৯ সালে সংস্থাটি একজন ইতালীয় উদ্যোক্তার কাছ থেকে বিসলেরি কিনে নেয়।
বিসলেরির দাবি, বর্তমানে ভারতে বোতলজাত পানির বাজারের ৬০ শতাংশ তাদের দখলে। কোম্পানিটি হ্যান্ড স্যানিটাইজারও তৈরি করে থাকে।
আরও পড়ুন>> সবচেয়ে সস্তার ই-কার আনছে টাটা মোটরস
বিসলেরির চেয়ারম্যান রমেশ চৌহান গত বছরের নভেম্বরে একটি স্থানীয় টেলিভিশন সাক্ষাত্কারে বলেছিলেন, কোম্পানির একটি অংশ টাটার কাছে বিক্রি করে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
ভারতের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক গোষ্ঠী টাটা গ্রুপের বোতলজাত পানির ব্যবসা রয়েছে আগে থেকেই। বিসলেরি কেনার মাধ্যমে এ বাজারে নিজেদের অংশ আরও বাড়িয়ে নিতে পারতো তারা। বর্তমানে হিমালয়ান ন্যাচারাল মিনারেল ওয়াটার এবং টাটা ওয়াটার প্লাস ব্র্যান্ডের মালিক টাটা গ্রুপের অধীনস্থ টাটা কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড।
কেএএ/