ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ

অ্যাডিনোভাইরাসে আরও পাঁচ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

পশ্চিমবঙ্গ প্রতিনিধি

করোনাভাইরাসের পর এবার পশ্চিমবঙ্গে আরেক আতঙ্কের নাম অ্যাডিনোভাইরাস। সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই কলকাতা মেডিক্যাল কলেজ ও বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি ছিল।

জানা যায়, মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে আদিত্য দাস নামের ছয় মাস বয়সী এক শিশু মারা যায়। সে ৫ ফেব্রুয়ারি থেকে অন্য একটি হাসপাতালে ভর্তি ছিল। ২৩ ফেব্রুয়ারি তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন>> পশ্চিমবঙ্গে অ্যাডিনো ভাইরাসে আরও একজনের মৃত্যু

চিকিৎসকরা জানান, জ্বর-সর্দি-কাশি থাকা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় আদিত্যকে। পরে তার শরীরে অ্যাডিনোভাইরাস শনাক্ত হয়।

এদিকে, এ ভাইরাস প্রতিরোধে সোমবার কলকাতার হাসপাতালগুলো পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের বক্তব্য, শিশুদের মৃত্যু অ্যাডিনোভাইরাসে হচ্ছে না। যেসব শিশু মারা গেছে, তাদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

আরও পড়ুন>> কেমিক্যাল স্প্রে করে ছাত্রী অপহরণের চেষ্টা

জানা যায়, পশ্চিমবঙ্গে ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে একের পর এক শিশুমৃত্যু ঘটায় আগেই সতর্কতা জারি করেছিল রাজ্য স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে কলকাতা বেলেঘাটা আইডি হাসপাতালে ৫০ শয্যার বিশেষ ওয়ার্ড তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জরুরিভিত্তিতে ভেন্টিলেশনও প্রস্তুত রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন>> শিশুদের জন্য নতুন আতঙ্ক অ্যাডিনো ভাইরাস

এসএএইচ