ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তুরস্কে ভূমিকম্প

৪০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে অন্তঃসত্ত্বা নারী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:২৫ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার আটশ ৯৪ জনে। এখনও চলছে উদ্ধার কাজ। এবার দুর্ঘটনার ৪০ ঘণ্টা পর এক অন্তঃসত্ত্বা নারীকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার খবর জানা গেলো।

আরও পড়ুন> তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প/নিহতের সংখ্যা ৮ হাজারের কাছাকাছি, ক্ষণ গুনছে উদ্ধারকারীরা

সোমবার ভোরের দিকে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তরে প্রবল ভূমিকম্প হয়। এতে কেঁপে উঠে কাহরামানমারাস প্রদেশও। বহু ভবন ধসে পড়ে এই প্রদেশের বিভিন্ন শহরে। সেখান থেকে ওই নারীকে উদ্ধারের কথা জানানো হয়েছে। ইস্তাম্বুলের উমরানিয়া পৌরসভার একটি টিম তাকে উদ্ধার করে।

জানা গেছে, নেহির ইলকোভা নামের ওই নারী ৯ মাসের অন্তঃসত্ত্বা।

আরও পড়ুন> তুরস্কের ১০ শহরে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা

এই প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূ-কম্পন্ন অনুভূত হয় সোমবার।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসএনআর/এমএস