পাকিস্তানে ফের বিস্ফোরণ
পাকিস্তানে আবারও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার দেশটির কোয়েটা পুলিশ লাইনসের কাছে বিস্ফোরণ হয়েছে। এতে এখন পর্যন্ত পাঁচজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৫ ফেব্রুয়ারি) উদ্ধারকারী কর্মীরা এ তথ্য নিশ্চিত করেছে। খবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের।
উদ্ধার অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জিশান আহমেদ বলেন, আহতদের উদ্ধার করে কোয়েটার বেসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন>পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা: থামছে না মৃত্যুর মিছিল
তিনি বলেন, ঘটনাস্থলে এরই মধ্যে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে পৌঁছেছে। তাছাড়া ওই এলাকাও ঘিরে ফেলা হয়েছে।
দেশটির পুলিশ এ ব্যাপারে এখনো কোনো বিবৃতি দেয়নি। তাছাড়া কোন ধরনের বিস্ফোরণ হয়েছে তাও অস্পষ্ট।
সম্প্রতি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়ায়।
এদিন সকালেও বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়ে।
সোমবার (৩০ জানুয়ারি) পেশওয়ারের পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয় দুই শতাধিক।
এসএমএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রে শোভাযাত্রায় গুলিতে ২ জন নিহত, আহত ১০
- ২ শেখ হাসিনা নিজেকে অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা ভিন্ন
- ৩ অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে: ড. ইউনূস
- ৪ মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দিচ্ছেন বাইডেন: রিপোর্ট
- ৫ বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ করলো সৌদি আরব