পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৭
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারে মসজিদে বিস্ফোরণে অন্তত ১৭ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮৩ জন। সোমবার (৩০ জানুয়ারি) পেশওয়ারের পুলিশ লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
এলআরসি হাসপাতালের একজন মুখপাত্র মোহাম্মদ আসিম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির গণমাধ্যম ডন জানিয়েছে, স্থানীয় সময় ১ টা ৪০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় জোহরের নামাজে অংশ নিয়েছিলেন মুসল্লিরা।
ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, সেনা ও বোমা নিস্ক্রিয়কারী টিমের সদস্যরা।
Pakistan: Blast inside the Mosque near most secured Police Lines in Peshawar.
— Megh Updates (@MeghUpdates) January 30, 2023
One side of the mosque has collapsed.
More than 50 injured. Death numbers not known yet. Emergency declared in nearby hospitals pic.twitter.com/F9VF5a3a4d
জানা গেছে, বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ধসে গেছে।
পুলিশ বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও অনেকে। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, জোহর নামাজের সময় সামনের কাতারে অবস্থান নিয়ে একজন আত্মঘাতী এ হামলা চালিয়েছে।
এদিকে, বিস্ফোরণের এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
#BREAKING : Suicide Bomber was shouting -"Ham Hain Asli Pakistan Kyonki Ham Hai Taliban" before blasting himself inside the mosque in Peshawar Police Line area of Pakistan.Reportedly large number of security officials also killed in this deadly attack by Taliban Fighter.(Sources) pic.twitter.com/qSi1zXI8Pf
— Baba Banaras (@RealBababanaras) January 30, 2023
সূত্র: ডন, জিও নিউজ, রয়টার্স
বিএ/এমএস/এসএনআর