সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৮ জানুয়ারি ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
পূর্ব জেরুজালেমে বন্দুক হামলা, নিহত ৭
পূর্ব জেরুজালেমে সিনাগগে (ইহুদিদের উপাসনালয়ে) হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে শহরের নেভ ইয়াকভ পাড়ায় এই ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পশ্চিম তীরে নিরাপত্তা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী
অধিকৃত পশ্চিম তীরে নিরাপত্তা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। দেশটির সেনাবাহিনী শনিবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানায়। পূর্ব জেরুজালেমের সিনাগগে (ইহুদিদের উপাসনালয়ে) বন্দুকধারীর হামলায় ৭ জন নিহত হন। এ ঘটনার একদিন পরই পশ্চিম তীরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলো ইসরায়েলি বাহিনী।
বিয়ে করে ফেরার সময় সড়ক দুর্ঘটনা, নিহত ৪
পশ্চিমবঙ্গে বিয়ের পর বউকে নিয়ে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী রয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) সকালে কালিম্পং জেলার মংপং পুলিশ ফাঁড়ি এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের রুংডুং সেতুতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
ভারতে দুই যুদ্ধবিমান বিধ্বস্ত: ১ পাইলট নিহত
প্রশিক্ষণ চলাকালীন ভারতের মধ্যপ্রদেশে দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমান দুটিতে মোট তিনজন পাইলট ছিলেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। শনিবার (২৮ জানুয়ারি) সুখোই সু-৩০ ও মিরাজ ২০০০ হাজার মডেলের যুদ্ধবিমান দুটি প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়।
জেরুজালেমে ১৩ বছরের বালকের গুলিতে দুই ইসরায়েলি আহত
ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে আবারও ফিলিস্তিনি আক্রমণ। এবার ১৩ বছর বয়সী এক বালকের গুলিতে আহত হয়েছেন দুই ইসরায়েলি নাগরিক। এর একদিন আগে একই শহরে একটি সিনাগগের কাছে বন্দুকহামলায় সাত ইসরায়েলি নিহত হন। খবর আল-জাজিরার।
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু, ভিডিও ফুটেজে পুলিশি নির্যাতন প্রমাণিত
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে চলতি মাসের ১০ তারিখে মারা পুলিশি নির্যাতনে মারা যান কৃষ্ণাঙ্গ যুবক টায়ার নিকোলস। নির্মম সেই নির্যাতনের ভিডিও প্রকাশ করেছে মেমফিস নগর কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয় পাঁচ পুলিশ কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ ওঠার পর শুক্রবার (২৭ জানুয়ারি) ভিডিও ফুটেজগুলো প্রকাশ করা হয়।
ডেনমার্ক/ এবার কোরআন পোড়ানো হলো মসজিদ-তুরস্কের দূতাবাসের সামনে
এবার ডেনমার্কে কোপেনহেগেন মসজিদের কাছে ও তুরস্কের দূতাবাসের সামনে শুক্রবার (২৭ জানুয়ারি) মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানো হয়েছে। একজন মুসলিমবিরোধী অ্যাক্টিভিস্ট এ ঘটনার নেতৃত্বে রয়েছেন। খবর আল-জাজিরার।
লন্ডনে বাড়িভাড়ায় রেকর্ড, মাসে ৪ লাখ টাকা চাচ্ছেন বাড়িওয়ালারা
যুক্তরাজ্যে বাড়ি ভাড়া নিয়ে থাকা দিন দিন আরও কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে, দেশটির রাজধানী শহর লন্ডনে। সেখানে গত বছরের শেষ প্রান্তিকে প্রতি মাসের গড় বাড়িভাড়া বেড়ে রেকর্ড ২ হাজার ৪৮০ পাউন্ডে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩ লাখ ২৬ হাজার টাকার বেশি। ইনার লন্ডনের অবস্থা আরও ভয়াবহ। ওই এলাকায় মাসিক বাড়িভাড়া ইতিহাসে প্রথমবারের মতো তিন হাজার পাউন্ড বা ৩ লাখ ৯৪ হাজার টাকা ছাড়িয়েছে।
সীমা অতিক্রম করছে যুক্তরাষ্ট্র, কিমের বোনের হুঁশিয়ারি
ইউক্রেনকে ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র সীমা অতিক্রম করছে। শনিবার (২৭ জানুয়ারি) কেসিএনএকে দেওয়া বিবৃতিতে কিম ইয়ো জং আরও বলেন, রাশিয়া যেমন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, উত্তর কোরিয়ারও একই অবস্থান থাকবে।
নাগরিকত্ব অবৈধ হওয়ায় পদ হারালেন নেপালের উপ-প্রধানমন্ত্রী
নাগরিকত্বের অবৈধ সনদ জমা দিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় পদ হারিয়েছেন নেপালের উপ-প্রধানমন্ত্রী রবি লামিচানে। শুক্রবার (২৭ জানুয়ারি) তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় দেশটির সুপ্রিম কোর্ট লামিচানেকে হাউজ অব রিপ্রেজেনটেটিভ বা নিম্ন পরিষদের সদস্যপদ থেকে অব্যাহতি দেন। এতে উপ-প্রধানমন্ত্রী থাকার যোগ্যতাও হারান তিনি।
এসএএইচ/জেআইএম