ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার পরাজয় হলে পারমাণবিক যুদ্ধ হবে: হুমকি মেদভেদেভের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩

ন্যাটোকে সতর্ক করে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে যদি রাশিয়া হেরে যায় তাহলে পারমাণবিক যুদ্ধ হবে। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রয়েছে মেদভেদেভের। খরব আল-জাজিরার।

এক টেলিগ্রাম বার্তায় মেদভেদেভ বলেন, প্রথাগত যুদ্ধে একটি পারমাণবিক ক্ষমতাধর দেশ হেরে গেলে পারমাণবিক যুদ্ধের সূচনা হতে পারে। মেদভেদেভ বর্তমানে পুতিনের নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন> রাশিয়ার বিজয় অনিবার্য: পুতিন

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেন, পরমাণু শক্তিগুলো কখনো বড় ধরনের সংঘাতে হারে না। কারণ এর ওপর তাদের ভাগ্য নির্ভর করে।

তিনি সতর্ক করে জানান, ন্যাটো ও অন্যান্য পশ্চিমা প্রতিরক্ষা নেতাদের উচিত নীতির ঝুঁকি বিবেচনা করা। শুক্রবার (২০ জানুয়ারি) জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে ইউক্রেনের সমর্থন নিয়ে আলোচনার জন্য বৈঠক করবেন পশ্চিমার।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রীসহ ১৪ জনের মৃত্যুর জন্য দুর্ঘটনা নয়, বরং যুদ্ধকে দায়ী করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রাশিয়ার নাম না নিলেও তিনি বলেছেন, ‘যুদ্ধের সময় কোনো দুর্ঘটনা ঘটে না’।

আরও পড়ুন>নতুন শীর্ষ কমান্ডার নিয়োগ দিলো ক্রেমলিন

বুধবার (১৮ জানুয়ারি) দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে রাখা বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, এই বিয়োগাত্মক ঘটনাটি যুদ্ধের পরিণতি। এদিন রুশ আক্রমণ ঠেকাতে দ্রুত আরও অস্ত্র পাঠাতে মিত্রদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এমএসএম