ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পূর্ব ভারতের প্রথম ‘রোবট নার্স’ পশ্চিমবঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩

ধৃমল দত্ত, কলকাতা: গলার ভেতর থেকে লালার মতো নমুনা সংগ্রহ করবে, থার্মোমিটার থিয়ে জ্বর মাপবে, ওষুধ খাওয়াতে পারবে। এমনকি, অপারেশন থিয়েটারে চিকিৎসার সরঞ্জাম এগিয়ে দিয়ে চিকিৎসকদের সাহায্যও করবে। এ কারণেই সেটিকে বলা হচ্ছে ‘যান্ত্রিক নার্স’। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) উত্তর ২৪ পরগনার মধ্যগ্রামে ৬৮ শয্যার বেসরকারি হাসপাতালে উদ্ধোধন করা হয়েছে এটি। শুধু পশ্চিমবঙ্গে সয়, গোটা পূর্ব ভারতেই এটি প্রথম রোবট নার্সের ব্যবহার বলে দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কলকাতার একটি বেসরকারি কলেজের শিক্ষার্থীরা প্রায় দেড় বছরের চেষ্টায় এই রোবট নার্স তৈরি করেছে। এর উচ্চতা পাঁচ ফুট। এটি তৈরির নেতৃত্বে ছিলেন বিজ্ঞানী ড. অঙ্কুশ ঘোষ।

আরও পড়ুন>> কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের ৪৩ প্রকাশনা

তিনি জানান, যন্ত্রটি মূলত চিকিৎসকদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে। এটি রোবট নার্স হিসেবে কাজ করবে। একজন নার্সের যত ধরনের কাজ করতে হয়, তার সবই করবে এই রোবট। রোগীর শারীরিক চেকআপ থেকে শুরু করে. রক্তের নমুনা সংগ্রহ, লালা সংগ্রহ, ওষুধ দেওয়ার মতো কাজগুলো করতে পারে রোবটটি। এটি রোগীদের থেকে চিকিৎসকদের মধ্যে রোগের সংক্রমণ আটকাতে সাহায্য পকরবে।

আরও পড়ুন>> মকর সংক্রান্তির দিনেও শীতের দেখা নেই কলকাতায়

jagonews24

অঙ্কুশ ঘোষ জানান, ২০২০ সাল থেকে আমরা করোনাভাইরাস মহামারির সাক্ষী। সেই সময় আক্রান্তদের কাছাকাছি পৌঁছানোই বিপজ্জনক ছিল। তবু প্রাণের ঝুঁকি নিয়ে নার্স-চিকিৎসকারা রোগীদের সেবা করে গেছেন। যান্ত্রিক নার্সের ব্যবস্থা থাকলে ঝুঁকি অনেকটাই কমতো। সে কথা মাথায় রেখেই রোবট নার্স তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।’

আরও পড়ুন>> পঞ্চায়েত নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় নেতাদের দৌড়ঝাঁপ

এই রোবট নার্স তৈরি করতে ২ লাখ ৫০ হাজার রুপি খরচ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কেএএ/