ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিডনিতে নিউজিল্যান্ড থেকে আসা প্লেনের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:১৮ এএম, ১৮ জানুয়ারি ২০২৩

নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে আসা কান্তাস এয়ারলাইন্সের একটি প্লেন জরুরি অবতরণ করেছে সিডনিতে। জানা গেছে, প্লেনটিতে ১০০ জন আরোহী ছিলেন।

কান্তাস ফ্লাইট ১৪৪ স্থানীয় সময় বুধবার বিকালে সিডনি বিমানবন্দরের কাছাকাছি পৌঁছায় এবং সাড়ে ৩টার দিকে এটি নিরাপদে অবতরণ করে।

প্লেনে গোলযোগের খবর পাওয়ার পর সিডনি বিমানবন্দর অ্যাম্বুলেন্স সার্ভিস আগে থেকেই প্রস্তুত ছিল।

আরও পড়ুন> ৭২ আরোহী নিয়ে নেপালে প্লেন বিধ্বস্ত, নিহত ৪০

জানা গেছে, বোয়িং ৭৩৭ প্লেনটি স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এক ঘণ্টা দেরিতে অকল্যান্ড ছেড়েছিল। যান্ত্রিক ত্রুটির পরও প্লেনটি একটি ইঞ্জিন দিয়ে অবতরণ করতে সক্ষম হয় সিডনি বিমানবন্দরে।

কান্তাস এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেন, ফ্লাইটটি ‘ছাড়ার প্রায় এক ঘণ্টার মধ্যে একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়।’

আরও পড়ুন> নেপালে প্লেন বিধ্বস্ত: এ পর্যন্ত ৭১ জনের মরদেহ উদ্ধার

নিরাপদে অবতরণের পর কান্তাস এয়ারলাইন্সের যাত্রীদের অনেকেই বলেন, তারা একটা শব্দ পান। কিন্তু নিরাপদে অবতরণ না করা পর্যন্ত পাইলটকে তারা জরুরি অবতরণের জন্য বলেননি।

স্যান্ডিকা ম্যাকাউলি ফ্লাইট কিউএফ ১৪৪- এ ছিলেন এবং শব্দ শুনে বুঝতে পারেন কিছু একটা হয়েছে। তিনি বলেন, ‘পরে ভাবি যে সব ঠিক আছে। তবে এটি অদ্ভুত ছিল।’

সূত্র: দ্য গার্ডিয়ান

এসএনআর/এমএস