ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নেপালে প্লেন বিধ্বস্ত: এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৭ জানুয়ারি ২০২৩

নেপালের পোখারায় প্লেন বিধ্বস্তের পর এখনো চলছে উদ্ধার কাজ। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ৬৯ জনের মরদেহ উদ্ধার হলো। তবে এখনো নিখোঁজ আরও ৩ জন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) আরও একজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ।

কাস্কি জেলার মুখ্য কর্মকর্তা টেক বাহাদুর কেসি জানিয়েছেন, মঙ্গলবারও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, সোমবার উদ্ধারকারী টিম আরও একজনের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন> নেপালে প্লেন দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তের ভিডিও ভাইরাল

কাঠমান্ডু থেকে দুই-ইঞ্জিন বিশিষ্ট এটিআর ৭২ প্লেনটি ৭২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করেছিল রোববার। দেশটির প্রধান পর্যটন স্থান পোখারায় অবতরণের কিছুক্ষণ আগে বিধ্বস্ত হয় এটি। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো ৬৯ জন।

কেসি আরও বলেন, ‘৩০০ মিটার গভীর গিরিখাত থেকে মৃতদেহ উদ্ধার করা খুবই কঠিন কাজ। আমরা মিশন সফল করার জন্য সমস্ত সরঞ্জাম ব্যবহার করছি।’

আরও পড়ুন> নেপালে প্লেন বিধ্বস্ত/ আগ মুহূর্তে পাইলটের কাছ থেকে অস্বাভাবিক কোনো বার্তা মেলেনি

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, দেশটির সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার কাঠমান্ডুতে মরদেহগুলো নিয়ে যাওয়ার জন্য পোখারায় পাঠানো হয়েছে।

jagonews24

বেসামরিক বিমান চলাচল সংস্থাটি আরও জানিয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত নিহত ৬৯ জনের মধ্যে ৪১ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এতে আরও জানানো হয় শনাক্ত কাজে সহায়তার জন্য কাঠমান্ডু থেকে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল পোখারায় পাঠানো হয়েছে।

এর আগে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকারী টিম এটিআর ৭২ প্লেনটির ব্ল্যাক বক্স উদ্ধার করেছে।

ইয়েতি এয়ারলাইন্সের ফ্লাইট এনওয়াইটি ৬৯১ কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগে বিধ্বস্ত হয়।

আরও পড়ুন> নেপালে প্লেন বিধ্বস্ত/ দুর্ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্স উদ্ধার

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যাত্রীদের মধ্যে ৫৩ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, একজন আইরিশ, একজন অস্ট্রেলিয়ান, একজন আর্জেন্টিনার, দুজন কোরিয়ান এবং একজন ফরাসি ছিলেন।

এদিকে, এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার বিষয়গুলো পরীক্ষা করার দায়িত্বে যারা থাকেন তারা সমস্ত এটিআর-৪২ এবং এটিআর-৭২ প্লেন পরীক্ষা করেছেন। সোমবার সন্ধ্যায় এক প্রেস বিবৃতিতে তারা জানায়, ‘পরীক্ষা-নিরীক্ষা করার সময় বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি।’

তারা আরও জানায়, দৈনিক পর্যবেক্ষণ, প্রাক-ফ্লাইট পরীক্ষা ও নির্ধারিত পর্যবেক্ষণ নিয়মিতভাবে পরিচালিত হয়েছে আইসিএও-র নির্ধারিত মান এবং কোম্পানির সুপারিশের ভিত্তিতে।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

এসএনআর/জেআইএম

টাইমলাইন

  1. ১০:০০ এএম, ১৮ জানুয়ারি ২০২৩ এ পর্যন্ত ৭১ জনের মরদেহ উদ্ধার
  2. ১০:৫৫ এএম, ১৭ জানুয়ারি ২০২৩ নেপালে প্লেন বিধ্বস্ত: এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার
  3. ০৪:৩২ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩ পাইলট স্বামীর মতো একইভাবে প্রাণ হারালেন কো-পাইলট অঞ্জু
  4. ০১:৪৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩ দুর্ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্স উদ্ধার
  5. ০১:২২ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩ এখন পর্যন্ত ৩৫ জনের মরদেহ শনাক্ত
  6. ১২:৩১ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩ কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা কম: নেপাল পুলিশ
  7. ১১:৫৯ এএম, ১৬ জানুয়ারি ২০২৩ নেপালে প্লেন দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তের ভিডিও ভাইরাল
  8. ১১:৩৪ এএম, ১৬ জানুয়ারি ২০২৩ নেপালে প্লেন বিধ্বস্ত: ফের শুরু উদ্ধার কার্যক্রম
  9. ০৯:৩১ এএম, ১৬ জানুয়ারি ২০২৩ প্রত্যক্ষদর্শীদের চোখে নেপালের ভয়াবহ প্লেন দুর্ঘটনা
  10. ০৮:২০ এএম, ১৬ জানুয়ারি ২০২৩ নেপালে প্লেন দুর্ঘটনা, এখনো নিখোঁজ ৪
  11. ০৮:৪৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩ নেপালে একদিনের জাতীয় শোক ঘোষণা
  12. ০৫:৪৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩ ২০১০ সাল থেকে নেপালে যত ভয়াবহ প্লেন দুর্ঘটনা
  13. ০৪:৫৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩ নেপালে ভয়াবহ প্লেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৭
  14. ০৩:২৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩ নেপালে বিধ্বস্ত প্লেনে ছিল ১৫ বিদেশি যাত্রী
  15. ১২:১৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩ ৭২ আরোহী নিয়ে নেপালে প্লেন বিধ্বস্ত, নিহত ৪০