ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় দুর্যোগ ঘোষণা, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুর্যোগ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কারণ মুষলধারে বৃষ্টি, বাতাস ও কাদামাটি বিপর্যয় ডেকে এনেছে পুরো ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। গত তিন সপ্তাহে মৃত্যু হয়েছে ১৯ জনের। খবর আল-জাজিরার।

দেশটির জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র (এনডব্লিউএস) জানিয়েছে, সাম্প্রতিক আবহওয়া ভারি বৃষ্টি, উল্লেখযোগ্য তুষার ও শক্তিশালী বাতাস নিয়ে আসবে বলে আগেই আশা করা হয়েছিল।

আরও পড়ুন> এমন আগুন ৮৫ বছরে দেখেনি ক্যালিফোর্নিয়া

হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে প্রেসিডেন্ট বাইডেন ক্যালিফোর্নিয়ায় দুর্যোগ ঘোষণা করেছেন। শীতকালীন ঝড়, বন্যা ও ভূমিধসের শিকারদের সহায়তারও নির্দেশ দিয়েছেন তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, সহায়তার মধ্যে অস্থায়ী আবাসন ও বাড়ি মেরামতের জন্য অনুদান, বীমাবিহীন সম্পত্তির ক্ষতি পূরণের জন্য ঋণ, ব্যক্তি ও ব্যবসার মালিকদের দুর্যোগের প্রভাব থেকে পুনরুদ্ধার অন্তর্ভুক্ত থাকতে পারে।

আরও পড়ুন> আচমকা ঝড়-বন্যা-ভূমিধসে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া

গত তিন সপ্তাহে ঝড়জনিত কারণে সেখানে অন্তত ১৯ জন মারা গেছে বলে জানা গেছে। তাদের মধ্যে পানিতে নিমজ্জিত অবস্তায় গাড়ির চালক, গাছ পড়ে আটকা পড়া মানুষও রয়েছে।

এনডব্লিউএস এর তথ্য অনুযায়ী, প্রায় ২৬ মিলিয়ন মানুষ শনিবার সন্ধ্যায় বন্যার নজরে ছিল। হাজার হাজার নাগরিক ছিল সরিয়ে নেওয়ার আদেশ ও পরামর্শের অধীনে।

এমএসএম