ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জোশীমঠ শহর দেবে যাওয়া বন্ধ হচ্ছে না, জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৮ জানুয়ারি ২০২৩

ভারতের জোশীমঠ পরিস্থিতি নিয়ে রোববার (৮ জানুয়ারি) বিকেলে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে প্রধানমন্ত্রীর অফিস (পিএমও)। নরেন্দ্র মোদীর প্রধান সচিব পিকে মিশ্রের নেতৃত্বে এই বৈঠক ডাকা হয়েছে ।

বৈঠকে উপস্থিত থাকবেন ক্যাবিনেট সেক্রেটারি ও কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা। থাকবেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মকর্তারাও।

জোশীমঠে গত কয়েক দিন ধরে বিপর্যয়ের আতঙ্ক ছড়িয়েছে। রাস্তাঘাট ও একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ঘরের দেওয়ালে দেওয়ালে ক্রমে চওড়া হয়েছে সেই ফাটল। কোনো কোনো বাড়ি চোখের সামনে ধসে গেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, জোশীমঠ শহরটা ধীরে ধীরে মাটির নিচে চলে যাচ্ছে। এমনিতেই এই শহর তৈরি হয়েছে ধসে যাওয়া পাহাড়ের ধ্বংসস্তূপের ওপর। তাই এখানকার মাটি নড়বড়ে। এমন পরিস্থিতি সত্ত্বেও নিষেধাজ্ঞা ও যাবতীয় সতর্কতা উপক্ষা করে গত কয়েক বছরে দেদার নির্মাণকাজ চলেছে জোশীমঠে। একের পর এক বাড়িঘর, হোটেল তৈরি করা হয়েছে। জলবিদ্যুৎ প্রকল্পের সম্প্রসারণ ও জাতীয় সড়ক প্রশস্তকরণের মতো কাজ হয়েছে।

অনেকে বলছেন, সেই কারণেই জোশীমঠের ভূমি দেবে যেতে শুরু করেছে। অবিলম্বে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো ভেঙে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, তা-ই আলোচনা হবে বৈঠকে।

এমএসএম