সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৫ জানুয়ারি ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ইউক্রেনে সাঁজোয়া যান পাঠাবে যুক্তরাষ্ট্র
ইউক্রেনে সাঁজোয়া যান পাঠানোর কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বড় ভাই উইলিয়ামের বিরুদ্ধে শারীরিক লাঞ্ছনার অভিযোগ হ্যারির
মেগান মার্কেলকে কেন্দ্র করে প্রিন্স হ্যারিকে মারধর করেন তার বড় ভাই উইলিয়াম। নিজের আত্মজীবনীতে এমন বিস্ফোরক দাবি করেছেন হ্যারি। তিনি বলেছেন, কলার চেপে ধরে তাকে মাটিতে ফেলে দিয়েছিলেন উইলিয়াম।
যুক্তরাজ্যে গাড়ি বিক্রি ৩০ বছরে সর্বনিম্ন
২০২২ সালে যুক্তরাজ্যে নতুন গাড়ি রেজিস্ট্রেশনের সংখ্যা কমে ১৬ লাখে দাঁড়িয়েছে, যা ১৯৯২ সালের পর সর্বনিম্ন। মূলত বৈশ্বিক চিপ সংকটের কারণে প্রথম ছয় মাসে বিক্রি কমে উল্লেখযোগ্য হারে।
শীতকালেও নেই পর্যাপ্ত বরফ, ইউরোপে বন্ধ স্কি রিসোর্ট
ফ্রান্সের আল্পসে এক ছোট স্কি রিসোর্টে গত ২০ বছর ধরে ভ্রমণ করেন ক্রিস্টাইন হ্যারিসন। প্রতিবছরই প্রায় একই রকম দৃশ্য দেখতে পান তিনি। অর্থাৎ এর আগে পাহাড় কিংবা পর্বতে ব্যাপক বরফ দেখতে পেতেন হ্যারিসন।
রাশিয়াকে অবহেলা করা হবে বিপজ্জনক: ন্যাটো
নতুন বছরের শুরুতেই রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ মারাত্মক আকার ধারণ করেছে। আগে রাশিয়া একতরফা হামলা চালালেও এখন ইউক্রেনও পাল্টা পদক্ষেপ নিচ্ছে। এতে দুই পক্ষের প্রাণহানি বেড়েছে। এমন পরিস্থিতিতে ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ জানিয়েছেন, রাশিয়াকে অবহেলা করলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে।
রূপপুরের সরঞ্জামবাহী রুশ জাহাজ ভিড়বে হলদিয়ায়, ‘সমস্যা নেই’ ভারতের
বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সরঞ্জাম নিয়ে আসা রুশ জাহাজ উরসা মেজর অবশেষে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে ভিড়তে চলেছে। সেখানে মালামাল খালাসের পর ওই সব সরঞ্জাম সড়কপথে বাংলাদেশে আনা হবে বলে ঠিক হয়েছে। জাহাজটি মূলত মোংলা বন্দরে ভিড়তে চেয়েছিল। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা থাকায় যুক্তরাষ্ট্রের আপত্তির জেরে সেটিকে বন্দরে ঢুকতে দেয়নি বাংলাদেশ সরকার।
নিজেদের ইতিহাসে বৃহত্তম গণছাঁটাইয়ের পথে অ্যামাজন
গত বছর ফেসবুক, টুইটারসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা একযোগে বহু কর্মী ছাঁটাই করেছিল। সেই ধারা অব্যাহত থাকলো নতুন বছরেও। এবার ই-কমার্স জায়ান্ট অ্যামাজন নিজেদের ইতিহাসে বৃহত্তম গণছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। একসঙ্গে ১৮ হাজারের বেশি কর্মী কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।
সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলা, নিহত অন্তত ৩৫
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আট সদস্য রয়েছেন। তাছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ যুদ্ধজাহাজ মোতায়েন করলেন পুতিন
আটলান্টিক মহাসাগরে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অ্যাডমিরাল গোরশকোভ নামের এ যুদ্ধজাহাজ আটলান্টিক ও ভারত মহাসাগরের দিকে তৎপরতা চালাবে।
শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বুধবার (৪ জানুয়ারি) তাকে রাজধানী নয়াদিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।
এমএসএম/জেআইএম