ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র কমানোর আহ্বান জাতিসংঘের
জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র কমানোর আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার উত্থাপিত ওই প্রস্তাবে ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র হ্রাসের চুক্তিতে স্বাক্ষর করানোর বিষয়টিও উল্লেখ করা হয়। খবর এপি ও আলজাজিরার।
আরব রাষ্ট্রগুলোর উত্থাপিত ওই প্রস্তাবটি ১৬১টি ভোট পেয়ে পাস হয়। যুক্তরাষ্ট্র ও কানাডাসহ মোট ৪টি দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। ভোট দানে বিরত ছিল ১৮টি সদস্য রাষ্ট্র।
প্রস্তাবে ইসরায়লকে পারমাণবিক অস্ত্র হ্রাসে দ্রুত চুক্তিতে স্বাক্ষর করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া দেশটির পারমাণবিক কর্মসূচি জাতিসংঘের পারিমাণবিক সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণের আওতায় আনারও আহ্বান জানানো হয়েছে।