উপসাগরীয় দেশগুলোকে ইউয়ানে জ্বালানি বিক্রির প্রস্তাব শি জিনপিংয়ের
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পারস্য উপসাগরীয় আরব দেশগুলোকে চীনা মুদ্রা ইউয়ানে তেল ও গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছেন। আরব দেশগুলো যদি চীনা প্রেসিডেন্টের এই প্রস্তাব গ্রহণ করে তাহলে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ডলার দুর্বল হয়ে পড়বে। বিপরীতে চীনা মুদ্রা ইউয়ান আন্তর্জাতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে।
প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, স্থানীয় মুদ্রায় বাণিজ্যিক লেনদেন সম্পন্ন করতে ও ডিজিটাল মুদ্রা সংক্রান্ত সহযোগিতা আরও গভীর করতে চীন দ্বিপক্ষীয় বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা পদ্ধতি গড়ে তুলবে।
শুক্রবার (১০ ডিসেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে শি জিনপিং এই প্রস্তাব দেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ সম্মেলনের আয়োজন করেন।
চীনা প্রেসিডেন্টের সৌদি সফরের আগে রিয়াদের একটি সূত্র জানিয়েছিল, ইউয়ানে অল্প মাত্রায় তেল বিক্রি করার বিষয়টি এখন হবে যৌক্তিক। সৌদি আরব যদি তেল বিক্রির ক্ষেত্রে ডলারকে বাদ দেয় তাহলে তা হবে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা।
সম্প্রতি ওপেক তেলের উৎপাদন দৈনিক দুই লাখ ব্যারেল কমানোর ঘোষণা দেন। এরপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে সম্পর্কে ব্যাপক অবনতি হয়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদির রাজ পরিবারকে হুমকি দেন। সে সময় ছেড়ে কথা বলেননি মোহাম্মদ বিন সালমানও।
আরব ও আফ্রিকা অঞ্চলের দেশগুলোতে চীনের প্রভাব দিন দিন বেড়েই চলেছে যা যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর। এ অবস্থার মধ্যে চীনের প্রেসিডেন্ট সৌদি আরব সফর করে আরব দেশগুলো নেতাদের সঙ্গে বৈঠক করলেন, যা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনদিনের সফরে সৌদি আরবের রিয়াদে পৌঁছান। সেখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে স্বাগত জানান।
সূত্র: পার্সটুডে, রয়টার্স
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার