ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আটলান্টা শপিং সেন্টারের কাছে বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৭ নভেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের জনপ্রিয় আটলান্টা শপিং সেন্টারের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটছে। এতে এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাছাড়া আহত হয়েছেন পাঁচজন। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চত করেছে। খবর এনবিসি নিউজের।

আটলান্টা পুলিশ লেফটেন্যান্ট জার্মেইন ডিয়ারলাভ এক বিবৃতিতে জানিয়েছেন, প্রায় ১৫ থেকে ২১ বছর বয়সী একদল তরুণকে আটলান্টিক স্টেশন মলের প্রোপ্রার্টি থেকে বের করে আনা হয়েছে। বন্দুক হামলা শুরু হওয়ার সময় তারা একটি ফ্রিওয়ে ওভারপাসের কাছে ছিল।

জার্মেইন ডিয়ারলাভ বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাছাড়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, বন্দুকধারী কতজন ছিল বা তাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দুই পক্ষের মধ্যে এই গুলি বিনিময় হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ৩০ রাউন্ডের মতো গুলির শব্দ শোনা গেছে।

এমন এক সময়ে সেখানে এই হামলার ঘটনা ঘটলো যখন দেশটিতে শপিং মৌসুম শুরু হয়েছে। তাছাড়া এটি আটলান্টার জনপ্রিয় মলস।

এদিকে পুলিশ হামলার উৎস তদন্ত করতে সেখানের রাস্তা বন্ধ করে দিয়েছে। যদিও সন্নিহিত আন্তঃরাজ্য ৮৫ ফ্রিওয়ে থেকে প্রস্থান লেনগুলো শনিবার গভীর রাতে পুনরায় খুলে দেওয়া হয়।

এমএসএম