ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এনডিটিভির মালিকানা পেতে মরিয়া আদানি গ্রুপ, ছাড়লো ওপেন অফার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১২ নভেম্বর ২০২২

বিশ্বের শীর্ষ ধনীদের একজন ভারতের গৌতম আদানি। দেশটির জনপ্রিয় সম্প্রচার মাধ্যম নিউ দিল্লি টেলিভিশনের (এনডিটিভি) মালিকানা পেতে চান ভারতীয় এই ধনকুবের। সেকারণে শুক্রবার (১১ নভেম্বর) আদানি গ্রুপ, এনডিটিভির অতিরিক্ত ২৬ শতাংশ শেয়ার কিনতে ওপেন অফারের নতুন তারিখ ঘোষণা করেছে।

আদানি গ্রুপের এই ওপেন অফার আগামী ২২ নভেম্বর চালু হবে এবং সেটি বন্ধ হবে আগামী ৫ ডিসেম্বর। এর আগে, আদানি গ্রুপ ওপেন অফারের জন্য ১৭ অক্টোবর থেকে ১ নভেম্বর, তারিখ নির্ধারণ করেছিল।

গত আগস্টে গৌতম আদানি গ্রুপের তরফে জানানো হয়, ১১৪ কোটি রুপিতে তারা বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড (ভিসিপিএল) অধিগ্রহণ করেছে। বেশ কয়েক বছর আগে এনডিটিভির প্রতিষ্ঠাতা রাধিকা রায় ও প্রণয় রায় ভিসিপিএল থেকে ৪০০ কোটি রুপি ঋণ নেন। বিনিময়ে এনডিটিভির ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ারের মালিকানা দিয়ে কোম্পানিটির সঙ্গে চুক্তিপত্র করেন তারা। পরে আদানি গ্রুপের এএমজি মিডিয়া নেটওয়ার্ক ভিসিপিএলের হাতে থাকা সব শেয়ারের মালিকানা পেয়ে যায়, যার মধ্যে এনডিটিভির শেয়ারের মালিকানাও ছিল।

আদানি গ্রুপ বর্তমানে এনডিটিভির ২৯ দশমিক ১৮ শতাংশ মালিকানার অধিকারী। কিন্তু যতক্ষণ পর্যন্ত ৫১ শতাংশ বা তার বেশি শেয়ার আদানি গ্রুপের কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত মালিকানা হাতে আসবে না। তবে গ্রুপটি নিয়মের অধীনে একটি ওপেন অফারের অধিকার রাখে। সেকারণে এই ওপেন অফার চালু।

এনডিটিভির শেয়ারের ২৯ দশমিক ১৮ শতাংশ মালিকানা এখন আদানি গ্রুপের এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেডের হাতে চলে গেছে। আরও ২৬ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব রাখা হবে এরপর। ওই শেয়ারের মোট মূল্য ৪৯৩ কোটি রুপি। জনপ্রিয় এই সংবাদটির ৫৫ দশমিক ১৮ শতাংশই আদানি গ্রুপের হাতে চলে যাবে।

গৌতম আদানিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলেও আলোচনা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সম্প্রচার মাধ্যমটি আদানি গ্রুপের হাতে চলে গেলে নিয়ন্ত্রিত হতে পারে।

সূত্র: ব্লুমবার্গ, গালফ নিউজ

এসএনআর/জেআইএম