ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নির্বাচনে দুইবারের মেয়রকে হারালেন ২৩ বছরের তরুণ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১১ নভেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রের লুসিয়ানা অঙ্গরাজ্যের এক শহরে মেয়র নির্বাচনে ঘটেছে নজিরবিহীন ঘটনা। কারণ সেখানে দুইবারের নির্বাচিত মেয়র পরাজিত হয়েছেন ২৩ বছর বয়সী এক তরুণের কাছে। খবর ইউএস নিউজের।

প্রতিবেদনে বলা হয়, টাইরিন ট্রুং নামের ২৩ বছর বয়সী ডেমোক্রেট স্বতন্ত্র মেয়র ওয়েন্ডি ও’কুইন পেরেটকে হারিয়ে দিয়েছেন। ওয়েন্ডি ও’কুইনের বয়স ৪৭ বছর। লুসিয়ানার দক্ষিণপূর্বাঞ্চলের বোগালুসা শহরটিতে প্রায় ১১ হাজার মানুষ বাসবাস করে।

টাইরিন ট্রুং বলেন, সত্যি বলতে আমি ভাষা হারিয়ে ফেলেছি। এই অভিযান আমার জন্য ছিল না, এটা ছিল বোগালুসাকে নুতনভাবে গড়ার লক্ষ্যে। এই জয়ের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। কারণ সবার প্রচেষ্টাতেই এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়েছে।

অন্যদিকে নির্বাচনে হেরে ওয়েন্ডি ও’কুইন পেরেট এক বিবৃতিতে বলেছেন, আমি তরুণ মেয়রের জন্য শুভকামনা জানাচ্ছি। তবে টাইরিন ট্রুং নির্বাচনি প্রচারণার সময় বেশ কয়েকবার বিক্ষোভ করেছেন। এতে তার অনভিজ্ঞতার বিষয়টি সামনে এসেছে। তারপরও পুরো সময়ে আমি তাকে সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাবো।

প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২৩ বছর বয়সী ওই তরুণ সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন অন্য এক স্বতন্ত্র প্রার্থী টেডি ড্রামোন্ড আর তৃতীয় স্থানে রয়েছে বর্তমান মেয়র পেরেট। উপস্থিত ভোটার ছিল ৪৭ শতাংশ।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণের পালা শেষ হয়েছে। এখনো চলছে গণনা। সব শেষ পাওয়া তথ্য অনুযায়ী, কংগ্রেসের দুই কক্ষেই এগিয়ে রয়েছে ট্রাম্পের রিপাবলিকান দল। হাউজ অব রিপ্রেজেন্টেটিভে রিপাবলিকান দল পেয়েছে ২১১ আসন ও বাইডেনের দল ডেমোক্রেট পেয়েছে ১৯৮। অন্যদিকে সিনেটে রিপাবলিকানরা পেয়েছে ৪৯ আসন ও ডেমোক্রেটরা পেয়েছে ৪৮ আসন। খবর সিএনএনের।

জানা গেছে, হাউজ অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ পেতে একটি দলের প্রয়োজন ২১৮ আসন, আর সিনেটের নিয়ন্ত্রণ পেতে দরকার ৫১ আসন। হাউজের মোট আসন ৪৩৫ ও সিনেটের ১০০।

এমএসএম